Advertisement
Advertisement

Breaking News

Made in Heaven Review

সমকামিতা, বর্ণবৈষম্য, যৌন হেনস্তা! বিয়ের গল্পে সমাজকে আয়না দেখাল ‘মেড ইন হেভেন ২’

নজর কেড়েছেন মোনা সিং।

‘Made in Heaven’ Season 2 series review: Proud, progressive and a tad lost| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 12, 2023 4:46 pm
  • Updated:August 12, 2023 5:02 pm  

আকাশ মিশ্র: ২০১৯ সালে জোয়া আখতার ও রীমা কাগতির হাত ধরে একেবারে নতুন ধরনের সিরিজের স্বাক্ষী হয়েছিল ওটিটির দর্শক। ওয়েডিং প্ল্যানারকে সামনে রেখে বিত্তশালীদের অন্দরমহলের অন্ধকার দিককে সামনে নিয়ে এসেছিল মেড ইন হেভেন। সে সময় অনেকে অবশ্য মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ ছবির সঙ্গে তুলনা করেছিলেন। তবে মেড ইন হেভেন কিন্তু মীরা নায়ারের এই ছবি থেকে অনেক এগিয়ে। কেননা, ‘মেড ইন হেভেনে’র হাত ধরে অনেক সামাজিক বিষয়কেই সামনে নিয়ে এসেছিলেন জোয়া ও রিমা। সেই সিরিজের নতুন সিজন মুক্তি পেল শুক্রবার। মেড ইন হেভেন ২- ও কিন্তু ঝকঝকে উপস্থাপনার মধ্যে দিয়ে নানা সামাজিক সমস্যার দিকে আঙুল তুলল। যেখানে প্রথম সিজনে উঠে এসেছিল বিয়েতে পণ, পরকীয়া, সমকামিতার মতো ইস্য়ু। এবার সেগুলো তো রইলই, সঙ্গে জোয়া ও রিমা টেনে নিয়ে আসলেন জাত প্রথা, বর্ণবৈষম্য়র মতো সমস্যা।

‘মেড ইন হেভেন টু’তেও তারা ও করণের জীবনে ঝড় যেন চলতেই থাকে। একদিকে তারার বিবাহবিচ্ছেদ ঘটে, অন্য়দিকে সমকামি হওয়াক কারণে করণের জীবনের সমস্য়া যেন আরও বেড়ে যায়। এই সিজনেও সমস্য়াগুলো একে একে সামনে রাখেন পরিচালক। তবে এবারও ক্লাইম্যাক্সে যেন সমস্য়াকে টিকিয়ে রাখেন।

Advertisement

[আরও পড়ুন: সানি-প্রীতির বহর! আস্ত টিউবওয়েল হাতেই ‘গদর ২’ দেখতে হলে ভক্ত, ভাইরাল কীর্তি]

অভিনয়ের দিক থেকে এবারও চোখ আটকে থাকবে সবিতা ধুলিপালার দিকে। তবে এই সিজনে নতুন এন্ট্রি নিয়ে চমকে দেন মোনা সিং। বলা ভাল, মোনা সিং এই সিজনের সবচেয়ে উজ্জ্বল তারকা।

‘মেড ইন হেভেন’ ৭ ঘণ্টা ধরে চলা একটা সিরিজ। এপিসোড গুলোও বেশ বড়। এবং ধীর গতিতে এগোয়। এডিটিংটা যদি আরও একটু ভাল হতো তাহলে হয়তো সিরিজটা আরও জমে যেত।

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু নিয়ে তোলপাড় বাংলা! ‘এই খুনের বিচার চাই’, প্রতিবাদ ঋদ্ধি সেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement