Advertisement
Advertisement
Sonu Sood

লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছেন সোনু সুদ! গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘মসিহা’র নামে

বারবার নিজের ধৈর্য ও চিন্তাশীল মনের পরিচয় দিয়েছেন সোনু।

Ludhiana court issues arrest warrant against Sonu Sood
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 7, 2025 11:03 am
  • Updated:February 7, 2025 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কাল থেকে মানুষের সেবা করে চলেছেন নিরন্তর। আর এভাবেই রিল লাইফ থেকে রিয়েল লাইফ হিরো হয়ে উঠেছেন সোনু সুদ (Sonu Sood)। দুর্গতদের পাশে দাঁড়িয়ে পেয়েছেন ‘মসিহা’ খেতাব। কিন্তু এবার এই বলিউড অভিনেতার বিরুদ্ধেই জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। প্রায় ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে সোনুর বিরুদ্ধে। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এই ঘটনার সুত্রপাত লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা মামলা থেকে। আদালতে তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি সোনু সুদকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকার লগ্নি করার লোভ দেখান। মূল অভিযুক্ত হিসাবে মোহিত শুক্লার নামে প্রথমে আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়। লুধিয়ানার আদালত এই মামলাতেই অভিনেতাকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, সোনু সেই সমন এড়িয়ে গিয়ে কোর্টে হাজির হননি। এই অনুপস্থিতির কারণেই ‘মসিহা’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন লুধিয়ানার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর। আদালত মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে সোনুকে গ্রেপ্তার করে কোর্টে পেশ করার।

Advertisement

আদালতের আদেশে বলা হয়েছে, ‘সোনু সুদ, ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট। তাঁকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হল। এই গ্রেপ্তারি পরোয়ানা ১০ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা কার্যকর করা যায়নি, তার যথাযথ কারণ জানাতে হবে।’ জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এনিয়ে সোনু  বা তাঁর টিমের তরফে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া মেলেনি।

বারবার নিজের ধৈর্য ও চিন্তাশীল মনের পরিচয় দিয়েছেন সোনু সুদ (Sonu Sood)। সংকট মোচন করে বিপদে পড়া মানুষদের কাছে তিনি ভগবানের সমান হয়ে উঠেছেন। বিহারে অনাথ শিশুদের স্কুল তৈরিতে অর্থ সাহায্য কিংবা দুবাই বিমানবন্দরে যাত্রীর প্রাণ বাঁচানো, সিনেমা ছাড়াও এভাবেই শিরোনামে থাকেন অভিনেতা। তাঁকে নিয়ে আবেগ, উন্মাদনা এমন জায়গায় পৌঁছেছে যে তেলেঙ্গানার মতো একাধিক জায়গায় মূর্তি তৈরি করে তাঁর পুজো করেন সাধারণ মানুষ। সেই ‘মসিহা’র বিরুদ্ধে এমন অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানায় স্বাভাবিকভাবেই উদ্বেগে হাজার হাজার ভক্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement