Advertisement
Advertisement

পাত্রীর খোঁজ পেলেন সলমন? নায়কের টুইটে তোলপাড় নেটদুনিয়া

তবে কি এবার বিয়ের পিঁড়িতে ভাইজান? জেনেই রাখুন।

Loveratri: Salman Khan may have found the dream girl!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2018 5:48 pm
  • Updated:July 29, 2019 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নাকি তাঁর অবিবাহিত তকমা ঘোচাতেই চান না। সেই কারণেই বোধহয় বারবার সম্পর্কে জড়িয়েও বেরিয়ে আসেন। কিন্তু খোদ সলমনই এবার নিজের টুইটার পেজে জানালেন, ‘মুঝে লেড়কি মিল গ্যায়ি’। আর এই খবর ছড়িয়ে পড়া মাত্রই তাঁর মহিলা অনুরাগীদের হৃদয় ভেঙে খানখান। টুইটারে খবরটি পড়ে সলমনের এক মহিলা অনুরাগী লিখেছেন, ‘দয়া করে আমার হার্ট অ্যাটাক হওয়ার আগেই ঘটনাটা খুলে বলুন।’

 

Advertisement

এদিকে কিছুদিন আগেই দেওয়া একটি বিবৃতিতে সলমন বলেছিলেন, ‘আমি যখন বিয়ে করব, তখন নিজেই আমার অনুরাগীদের সঙ্গে সেই খবর জানাব।’ তাই অনেকেই মনে করছেন, এই টুইট সেরকমই কিছুর ইঙ্গিত। তবে অনেকে আবার বলছেন, সলমন সম্ভবত তাঁর নতুন ছবির নায়িকাকে খুঁজে পেয়েছেন। আর সেই বিষয়টি তিনি সোজাসুজি না বলে ঘুরিয়ে বলছেন।

 

অবশ্য এ ধোঁয়াশা কাটিয়ে দিলেন নায়ক নিজেই। প্রথম আপডেটটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের একটি আপডেট দিয়ে পুরোটা খোলসা করলেন তিনি।জানালেন, ‘চিন্তার কিছু নেই। পরিচালক অভিরাজ মিনাওয়ালের প্রথম ছবি ‘লাভরাত্রি’-তে আয়ুষ শর্মার বিপরীতে অভিনয় করার জন্য আমি ওয়ারিনাকে পেয়ে গিয়েছি।’

 

সলমন খান ফিল্মসের পরবর্তী ছবি এই ‘লাভরাত্রি’। যেখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন সলমন খানের পালিতা বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মা। আর এই আয়ুষের বিপরীতে অভিনয় করবেন ওয়ারিনা। এই প্রসঙ্গে সলমন জানিয়েছেন, ‘খুব তাড়াতাড়ি আমরা গুজরাটে ‘লাভরাত্রি’-র শুটিং শুরু করব।’

Loveratri_Web

এর আগেও  জারিন খান, সুরজ পাঞ্চোলি, পুলকিত সম্রাটের মতো অনেক অভিনেতাকে নিজের হাতে বলিউডে নিয়ে এসেছেন সলমন। এখন দেখার এই নতুন জুটি বলিউডে কোন নতুন রেকর্ড গড়ে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement