Advertisement
Advertisement

Breaking News

ভালবাসাতেই শাপমুক্তি, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর ট্রেলারে শৈশবের ছোঁয়া

ছবির সেই ট্রেলারই রইল এই প্রতিবেদনে৷

Love will help to overcome all the vices, ‘Beauty And The beast’ trailer tells the sweet story of fairy tale
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2017 10:53 am
  • Updated:January 31, 2017 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ছোটবেলার রূপকথার গল্প৷ এক দৈত্যর দুর্গে নিজের বাবাকে খুঁজতে আসবে তরুণী বেলা৷ কিন্তু বাবাকে বাঁচাতে গিয়ে সম্মুখীন হবে এক ভয়ানক দৈত্যের৷ এরপরই পাল্টে যাবে গল্পের প্রেক্ষাপট৷ ভয় এবং হিংস্রতা জয় করবে ভালবাসা৷ হবে শাপমুক্তি৷ ভালবাসা এক হিংস্র জন্তুকে বানিয়ে দেবে সেই পুরনো রাজপুত্র৷

Beauty and the Beast (2017) The Beast (Dan Stevens) and Belle (Emma Watson) in the castle library

Advertisement

রূপকথার গল্প ‘বিউটি অ্যান্ড দ্যা বিস্ট’ অবলম্বনে ডিজনির প্রযোজনায় আসতে চলেছে ‘বিউটি অ্যান্ড দ্যা বিস্ট’ ছবিটি৷ আর সেই ছবিরই ফাইনাল ট্রেলার মুক্তি পেল সম্প্রতি৷ দুর্দান্ত অ্যানিমেশন, ছোটবেলার মিষ্টি রূপকথার গল্প আর সেই টানটান প্রেমকাহিনী মেশানো এই ছবির ট্রেলার এক কথায় অনবদ্য৷ বেলার চরিত্রে এমা ওয়াটসনের থেকে চোখ ফিরিয়ে রাখা দায়৷

ছবির সেই ট্রেলারই রইল এই প্রতিবেদনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement