সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত দিন পর্যন্ত বিগ বস-এর বাড়ি মানেই ছিল কথা কাটাকাটির আখড়া! এর সঙ্গে তার ঝগড়া, মনোমালিন্য, খারাপ কথার বন্যা, মায় হাতাহাতি পর্যন্ত। কিন্তু, সানি লিওন বিগ বস-এর বাড়িতে পা দেওয়ার পরেই লহমায় বদলে গেল চেনা ছবিটা।
আসলে শর্ত ছিল, প্রতিযোগীদের সানি লিওনের মন জয় করার জন্য কিছু একটা করতে হবে। সেই জন্য তিন প্রতিযোগী- লোপামুদ্রা রাউত, মনু পাঞ্জাবি আর রোহন মেহরা নামলেন কাজে। যদিও শেষ হাসিটা হাসলেন লোপামুদ্রাই! বিগ বস-এর বাড়িতে আগুন ধরাল তাঁর পোল ঘিরে ডান্সের লাস্য।
আচমকা পোল ডান্স কেন?
সানি লিওনকে অভিভূত করার জন্য লোপামুদ্রা বেছে নিয়েছিলেন তাঁরই এক গান- দো টাকিলা শট! তার সঙ্গে অন্য প্রতিযোগীদের মাত দেওয়ার জন্য সাহায্য নিয়েছিলেন পোল ডান্সের। ফলাফল?
আর কী! প্রায় আগুন লাগল বিগ বস-এর ঘরে। বিশ্বাস না হলে দেখে নিন ভিডিওয়।
.@lopa9999 turns up the heat on #BB10 tonight! Do not miss it! #ManuPunjabi @rohan4747 https://t.co/zMZa0dE8aR
— COLORS (@ColorsTV) 21 November 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.