Advertisement
Advertisement

Breaking News

বিকিনি আর বেবি বাম্পে ইনস্টাগ্রাম মাতালেন এই অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ভক্তদের সুখবর দিলেন তিনি৷

Lisa Haydon makes her pregnancy announcement in style
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 13, 2017 3:29 pm
  • Updated:January 13, 2017 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হতে চলেছেন অভিনেত্রী লিজা হেডেন৷ আর ভীষণ আনন্দের সঙ্গে সেই কথাই ভক্তদের জানালেন তিনি৷ সম্প্রতি নিজের এক ইনস্টাগ্রাম পোস্টে এই খবর জানান মডেল-অভিনেত্রী৷ নিজের ডাস্কি লুক, উচ্চতা এবং ভিন্নধারার অভিনয়ের জন্য তিনি দর্শকদের নজর কেড়েছেন৷ ‘কুইন’ ছবিতে শ্যামলা যুবতী ভাগ্যলক্ষ্মীর ভূমিকায় তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকদের নজর কেড়েছিলেন তিনি৷ আর এবার অস্ট্রেলিয়ার বিচে লাস্যময়ী লিজা ঘোষণা করলেন নিজের মাতৃত্বের৷ বিকিনির ঝলকানিতে লিজার বেবি বাম্প মিষ্টি এক শুরুয়াত৷ এমনটাই মনে করেন লিজা৷ নিজের পোস্টে লিখেছেন, শিশুর আগমন ‘হাম্বল বিগিনিং’৷

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে ঠিক এমন একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের বাগদান পর্বের কথা ঘোষণা করেছিলেন লিজা৷ নিজের একাধিক বিয়ের ছবিও তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন৷ স্বামীর বংশপরিচয় নিয়ে যখন প্রশ্ন উঠছিল তখনও তার তীব্র প্রতিবাদ করেছিলেন লিজা৷

Advertisement

আর এবারও সেই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ভক্তদের সুখবর দিলেন তিনি৷

Humble beginnings 🙏👶💞

A photo posted by Lisa Haydon (@lisahaydon) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement