Advertisement
Advertisement

Breaking News

Pooja Banerjee

মা হতে চলেছেন ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, শুটিং ফ্লোরেই পেলেন সুখবর

মা হওয়ার পর ফের 'কুমকুম ভাগ্য'র শুটিংয়ে ফিরবেন পূজা।

Kumkum Bhagya Actress Pooja Banerjee is Pregnant | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 2, 2021 4:56 pm
  • Updated:November 2, 2021 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হতে চলেছেন টেলিধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্য়োপাধ্যায় (Pooja Banerjee)। গত বছরই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন অভিনেত্রী পূজা। এমনকী, স্বামী সন্দীপের সঙ্গে সন্তান নিয়ে নানা প্ল্যানও করেছিলেন। তবে করোনার কারণে কিছুটা পিছিয়ে আসেন পূজা ও সন্দীপ। তবে শেষমেশ পূজার স্বপ্নপূরণ। মা হওয়ার সুখবর পূজা পেলেন শুটিং ফ্লোরেই!

জানা গিয়েছে, ‘কুমকুম ভাগ্য’ (Kumkum Bhagya) ধারাবাহিকের শুটিংয়ে বের হওয়ার আগে একটু শরীরটা খারাপ লাগতে শুরু করে পূজার। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে রক্তপরীক্ষাও করেন পূজা। বিকেল নাগাদ রক্তপরীক্ষার ফলাফল এলে পূজা জানতে পারেন তিনি মা হতে চলেছেন। শুটিংয়ের মাঝে এরকম সুখবর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান অভিনেত্রী। খবরটি জানতে পেরে সহকর্মীরাও শুভেচ্ছা জানান পূজাকে। ডেকে আনা হয় পূজার স্বামী সন্দীপকেও। শুটিং ফ্লোরে আনন্দে নেচে ওঠেন স্বামী সন্দীপও।

Advertisement

[আরও পড়ুন: ‘সুপার সিঙ্গার’ শোয়ের মঞ্চে তুলকালাম, যিশুকে জোর করে ভাইফোঁটা দিলেন কৌশিকী]

একটি সাক্ষাৎকারে পূজা জানিয়েছেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পর কুমকুম ভাগ্য ধারাবাহিকের নির্মাতাদের জানিয়ে ছিলাম আমাকে ধারাবাহিক থেকে বাদ দিতে। কিন্তু নির্মাতারা জানিয়েছেন, সন্তান জন্ম হওয়ার পর ফের শুটিংয়ে অংশ নিতে হবে। আমি খুব লাকি, নির্মাতারা আমার পাশে এভাবে দাঁড়াবে ভাবতেই পারিনি। সহকর্মীরাও খুব সাহায্য় করছে আমাকে। ‘

২০২২ সালে মার্চ মাসে সন্তান জন্ম দিতে পারেন পূজা। পূজার কথায়, ‘আমি চাই আমার কন্য়াসন্তান হোক। খুব সুন্দর করে ওকে সাজাতে পারব!’

[আরও পড়ুন:‘স্যর দোষ আপনার’, জন্মদিনে শাহরুখ খানকে এভাবে কেন দুষলেন অভিনেতা রাহুল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement