Advertisement
Advertisement

দেবীর চরিত্রে সানি, আপত্তিতে পোস্টার পুড়িয়ে বিক্ষোভ কেআরভি সেনার

পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দলীয় সদস্যদের৷

KRV’s Yuva Sena burn effigy and film poster of 'veeramadevi'
Published by: Sayani Sen
  • Posted:October 10, 2018 9:17 pm
  • Updated:October 10, 2018 9:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি লিওনকে নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার সীমা নেই৷ ইতিমধ্যেই সামনে এসেছে তাঁর পরবর্তী সিনেমা ‘বীরামহাদেবী’-র ফার্স্ট লুক৷ নেটিজেনদের কাছে ইতিমধ্যেই তা বেশ সাড়া ফেলেছে৷ কিন্তু বোল্ড অভিনেত্রীকে দেবীরূপে দেখতে নারাজ কর্ণাটক রাকসানা ভেদিকের যুব সংগঠন৷ পোস্টার পুড়িয়ে বিক্ষোভও দেখায় তারা৷

[MAMI ছাড়লেন অনুরাগ, টুইটারে জানালেন করণ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Banners do filme de época tamil #Veeramahadevi. Direção de Vadivudaiyan. Com #SunnyLeone. Estréia em 2018 na Índia. #BollyeCia #BollyeCiaVeeramahadevi #VeeramaDevi #CinemaIndiano #CinemaTamil #Índia #Cinema #Cine #Movies #Films #Poster #MoviePoster

Advertisement

A post shared by Bolly e Cia. (@bollyecia) on

[মারধর করে চোয়াল ভেঙে দিয়েছিলেন প্রযোজক, বিস্ফোরক অভিনেত্রী ফ্লোরা]

১০০ কোটি টাকা বাজেটে ‘বীরামহাদেবী’ এই সিনেমাটি তৈরি হয়েছে৷ সদ্যই মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক৷ সানি লিওন রয়েছেন ছবির মুখ্য ভূমিকায়৷ তাতেই আপত্তি কেআরভি-র যুব সেনার৷ তাদের অভিযোগ, সানি লিওনিকে অনেক সময়ই নানা বোল্ড চরিত্রে দেখা গিয়েছে৷ একজন পর্নস্টার দেবীরূপে অভিনয় করুন, তা চায় না কেআরভি-র যুব সেনা৷ তাই ফার্স্ট লুক পুড়িয়ে দেন ওই দলের সদস্যরা৷ বিক্ষোভও দেখান৷

কেআরভি-র যুব সেনা সভাপতি হরিশ জানান, সানি লিওনকে মূল চরিত্র থেকে সরিয়ে দেওয়া না হলে এই সিনেমাটি কর্ণাটকে মুক্তি বন্ধ করে দেওয়া হবে৷ ৩ নভেম্বর বেঙ্গালুরুতে ছবির প্রোমোশনে যাওয়ার কথা অভিনেত্রীর৷ ওইদিন অশান্তিরও আশঙ্কা করা হচ্ছে৷

[ফের #MeToo-র শিকার অলোক নাথ, এবার সরব অভিনেত্রী সন্ধ্যা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Here is an exclusive leaked video from the #SunnyLeone ‘s #Veeramadevi #Veeramahadevi she was a cynosure #sunnyleoneinsouth

A post shared by kalakkalcinema.com (@kalakkalcinema) on

[#MeToo বাণে বিদ্ধ গায়ক অভিজিৎ, বিস্ফোরক অভিযোগ বিমানসেবিকার]

কেআরভি যুব সেনার বিক্ষোভে বিরক্ত ‘বীরামহাদেবী’ কর্তৃপক্ষ৷ তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তাঁরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement