Advertisement
Advertisement

Breaking News

চোরাবালিতে শাহরুখ, এগিয়ে আসছে কমোডো ড্রাগন, তারপর…

ভিডিওতে দেখুন কী করলেন কিং খান!

Komodo dragon coming towards Shah Rukh Khan, but that was a prank
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2017 4:34 pm
  • Updated:June 4, 2017 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোরাবালিতে ডুবে যাচ্ছেন আপনার শরীর৷ নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন আপনি৷ আর ঠিক তখনই আপনার দিকে এগিয়ে আসছে এক বিশালায়তন কমোডো ড্রাগন৷ কী প্রতিক্রিয়া হবে আপনার? দিশেহারা মনে হবে নিশ্চয়ই নিজেকে! ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লেন শাহরুখ খান৷ কিন্তু সেই ভয়ের সমাপ্তি যে এভাবে হবে, তা হয়তো ভাবেননি স্বয়ং বলিউড বাদশাও৷

একটি ইন্টারভিউর জন্য কিং খান পৌঁছেছিলেন দুবাইয়ে৷ সঙ্গে ছিলেন টিভি সঞ্চালিকা নিশান৷ মরুভূমির মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিল গাড়ি৷ হঠাৎই চোরাবালির মধ্যে ঢুকে যায় গাড়িটি৷ সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন সঞ্চালিকা এবং চালক৷ তাঁদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেন কিং খান৷ ঠিক তখনই ঘটল এক ভয়ানক ঘটনা৷ মরুভূমির মধ্যে খানিকটা অপ্রত্যাশিতভাবেই দেখা গেল একটি কমোডো ড্রাগনকে৷ যে কিনা এগিয়ে আসছে শাহরুখদের দিকেই! এক মুহূর্তের জন্য মনে পড়ে যেতে পারে সত্যজিত রায়ের গুপি গাইন বাঘা বাইনের কথা৷ যেখানে ঘরের ভিতর বাঘ মামাকে দেখে থতমত খেয়ে গিয়েছিলেন গুপি ও বাঘা৷ তাঁরা তো গান গেয়ে বাঘকে শান্ত করেছিলেন৷ কিন্তু শাহরুখ? তিনি কী করবেন! কমোডো ড্রাগনের থেকে বাঁচতে কাদা বালি ছুড়ে মারার চেষ্টাও করলেন৷

Advertisement

[সংরক্ষিত আসনে বসে অন্য কেউ? ক্ষতিপূরণ মিলতে পারে ৭৫,০০০ টাকা]

এতদূর পর্যন্ত সাসপেন্স তুঙ্গে৷ কিন্তু কাহানি মে টুইস্ট এল এরপর৷ হঠাৎ কমোডো ড্রাগনের গলা থেকে বেরিয়ে এল মানুষের গলা! ড্রাগনের ছদ্মবেশ ছেড়ে মিশরীয় কমেডিয়ান রমেজ গালাল বলে উঠলেন, তিনি নাকি মজা করছিলেন৷ ‘রমেজ আন্ডারগ্রাউন্ড’ নামের একটি শোয়ের জন্য পুরো ঘটনাটি সাজানো হয়েছিল৷ যার সঙ্গে যুক্ত ছিলেন সঞ্চালিকা নিশানও৷

তবে এমন প্র্যাঙ্কে একেবারেই হাসি পায়নি কিং খানের৷ রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি৷ এমনকী চোরাবালি থেকে বেরিয়ে এসে রমেজকে ঘুষি মারার উপক্রমও করেন৷ রমেজ বারবার বলতে থাকেন, তিনি শাহরুখের বড় ভক্ত৷ তিনি যেন তাঁকে ক্ষমা করে দেন৷ কিন্তু তাঁর একটিও কথা শুনতে নারাজ শাহরুখ তাঁকে মাটিতে ফেলে নিরাপত্তারক্ষীদের ডাকতে শুরু করে দেন৷ অনেক চেষ্টা করেও তাঁকে ঠান্ডা করা যায়নি৷ পরে রমেজ গালাল শাহরুখের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন তিনি৷ যদিও সেটি ঘটনার আগে না পরে, তা জানা যায়নি৷

[মুক্তি পেয়েই নেটদুনিয়া কাঁপাচ্ছে মহেশবাবুর ‘স্পাইডার’-এর টিজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement