Advertisement
Advertisement

Breaking News

একসঙ্গে শুটিংয়ে রাজ-শুভশ্রী-মিমি, তারপর…

ব্যাপারটা কী?

Kolkata: Raj, Mimi and Subhashree spotted together in shooting
Published by: Sulaya Singha
  • Posted:August 26, 2018 8:52 pm
  • Updated:August 26, 2018 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিমির সঙ্গে প্রেম? নাকি ভালবাসেন শুভশ্রীকে? মাস্টারস্ট্রোক দিয়ে এমন হাজার প্রশ্নের জবাব দিয়েছিলেন রাজ চক্রবর্তী। সব জল্পনায় জল ঢেলে চার হাত এক হয়েছিল রাজ-শুভশ্রীর। তাঁদের নতুন জীবনকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজের প্রাক্তন গার্লফ্রেন্ড মিমিও। তারপর থেকে শুধু শিরোনামে এসেছে নবদম্পতির নানা কাহিনি। কিন্তু রাজ-শুভশ্রীর সঙ্গে ফের জুড়ে গেল মিমির নাম। তিনজনে একই শুটিং স্পটে ধরা দিলেন। আর টলিপাড়ার এমন খবরে আরও একবার কৌতূহল বাড়ল বাংলা ছবির দর্শকদের।

[বিক্রি হতে চলেছে ঐতিহ্যবাহী আর কে স্টুডিও, জানালেন ঋষি কাপুর]

বিয়ের আগে রাজ-শুভশ্রী-মিমির ত্রিকোণ সম্পর্কের মুচমুচে গল্পে মজেছিলেন বাঙালি সিনেপ্রেমীরা। শুভশ্রীর সঙ্গে সম্পর্কে ইতি টানার পর ফের জোড়া লাগে। আর সেই শোকে নাকি চূড়ান্ত হতাশায় ডুবেছিলেন মিমি। শেষমেশ একপ্রকার চুপিসারেই শুভশ্রীর সঙ্গে বিয়েটা সেরে ফেলেন। হানিমুন থেকে ফিরে আবার কাজে যোগ দিয়েছে তারকা জুটি। রাজ চক্রবর্তীর পরিচালনাতেই শনিবার একটি বিজ্ঞাপনের শুটিং চলছিল। যেখানে হাজির ছিলেন বেটারহাফ শুভশ্রী। পুজোর জন্য তৈরি হচ্ছে এই বিশেষ বিজ্ঞাপন। যেখানে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে নাচবেন বাংলার বিভিন্ন ক্ষেত্রের তারকারা। সেখানে শুটিংয়ের জন্য উপস্থিত হয়েছিলেন মিমি চক্রবর্তীও। একই ছাদের নিচে শুটিং করলেও মিমির শট নেওয়ার সময় কিন্তু আশেপাশে দেখাই গেল না রাজকে। স্ত্রীয়ের কড়া নির্দেশ? নাকি অতীত স্মৃতি দূরে রাখতে নিজেই এড়িয়ে চললেন মিমিকে? কে জানে। পুরনো কাসুন্দি ঘাঁটার হয়তো ইচ্ছে ছিল না মিমি বা রাজ কারওরই। কিংবা নববধূর মন রাখতেই এমন সিদ্ধান্ত রাজের। কারণ যাই হোক, এক ছাদের নিচে থেকেও যে মিমি ও রাজ দূরে দূরেই রইলেন, খবর
সেটাই।

Advertisement

[‘দিলবর’ গানের রিমিক্স ভার্সান নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন]

তবে রাজের এই বিজ্ঞাপনের শুটিংয়ে শুধুই নুশরত জাহান-সহ অন্যান্য অভিনেত্রীরা ছিলেন না। হাজির ছিলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বাবা যাদবের কোরিয়োগ্রাফিতে এবং অভিজিৎ ও শানের গানে কোমর দোলাবেন সক্কলেই। বনেদি বাড়ির সেটেই হল শুটিং। অভিনেতা বনি সেনগুপ্ত বললেন, “রাজদার সঙ্গে কাজ করাটা সবসময়ই উপভোগ করি। শুটিংয়ে পুজোর আগেই পুজোর একটা ফিল পাওয়া গেল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement