Advertisement
Advertisement

Breaking News

জানেন, কার জন্য দীপিকাকে এখন এড়িয়ে চলছেন রণবীর?

শুধুমাত্র মনোমালিন্য ভাবলে ভুল করবেন৷ এর নেপথ্যে রয়েছেন...

Know the reason Ranveer Singh is avoiding Deepika Padukone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2017 6:47 am
  • Updated:March 27, 2017 6:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেও একে অন্যকে চোখে হারাতেন৷ মাঝে শোনা গিয়েছিল ভিন ডিজেলের আগমনে নাকি একটু তেতো হতে শুরু করেছে রণবীর-দীপিকার সম্পর্ক৷ কিন্তু সেই খবরের স্থায়িত্ব ছিল কিছুদিনেরই৷ শোনা গিয়েছিল, দিব্যি রয়েছেন বলিউডের বাজিরাও ও তাঁর মস্তানি৷

কিন্তু ফের উঠেছে গুঞ্জন৷ বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, ইদানীং মস্তানিকে নাকি সত্যিই এড়িয়ে চলছেন তাঁর বাজিরাও৷ বিশেষ করে জনসমক্ষে৷ ক্যামেরা দেখলেই নাকি দীপিকার কাছে ঘেঁষছেন না রণবীর৷ সম্প্রতি নাকি দীপিকা থাকবেন বলে একটি অ্যাওয়ার্ড ফাংশনেই যাননি তিনি৷

Advertisement

[মদ্যপান করে বিমানে ‘অভব্য’ আচরণ, কপিল শর্মাকে ‘সতর্ক’ করবে এয়ার ইন্ডিয়া]

প্রশ্ন হচ্ছে, স্বভাব চঞ্চল রণবীর সিং হঠাৎ এমন করছেন কেন? যে রণবীরের দীপিকার প্রাক্তনের সঙ্গেও প্রকাশ্যে স্ক্রিন শেয়ার করতে আপত্তি নেই, সেই রণবীর নিজের ভালবাসাকে এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? কারণ একজনই, সঞ্জয়লীলা বনশালি৷ আজ্ঞে হ্যাঁ, ‘পদ্মাবতী’র পরিচালকের নির্দেশেই দীপিকার থেকে দূরে থাকছেন রণবীর৷ শোনা গিয়েছে নায়ক-নায়িকাকে কড়া নির্দেশ দিয়েছেন পরিচালক, প্রকাশ্যে একেবারেই একে অন্যের সঙ্গে ফ্রেম শেয়ার করতে পারবেন না তাঁরা৷ এই নিষেধাজ্ঞা চলবে ছবির প্রমোশনের আগে পর্যন্ত৷

[সরকারি হাসপাতালে ৭০ বছরের বৃদ্ধার দেহ খুবলে খেল কুকুর]

শুটিংয়ের শুরু থেকেই ‘পদ্মাবতী’র জন্য নানা ঝামেলা পোহাতে হচ্ছে সঞ্জয়কে৷ প্রথমে জয়পুরে কর্ণি সেনার তাণ্ডব, পরে কোলাপুরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় এমনিতেই জেরবার গোটা টিম৷ এর মধ্যে নতুন বিতর্ক চান না পরিচালক-প্রযোজক৷ তাই নাকি দীপিকা-রণবীরকে প্রকাশ্যে কিছুদিন আলাদা থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷

[২০ ঘণ্টা কাজ করতে প্রস্তুত থাকুন, আমলাদের নির্দেশ আদিত্যনাথের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement