Advertisement
Advertisement
Kolkata International Children's Film Festival

আবারও সেজে উঠছে নন্দন, এবার আন্তর্জাতিক উৎসব ছোটদের ছবি নিয়ে

উৎসব শুরু হবে ২৫ জানুয়ারি থেকে।

Know about Kolkata International Children's Film Festival 2024 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 19, 2024 7:36 pm
  • Updated:January 19, 2024 7:36 pm

গৌতম ব্রহ্ম: আবারও চলচ্চিত্র উৎসব। সেজে উঠছে নন্দন চত্বর। এবার শিশুদের জন্য আয়োজিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata International Children’s Film Festival 2024)। আট দিন ধরে শহরের একাধিক প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ পাবে খুদেরা।

শিশু কিশোর আকাদেমির উদ্যোগে আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল এবার দশ বছরে পড়ল। এর আগে এই উৎসবেই দেখা গিয়েছে, ‘সহজ পাঠের গপ্পো’, ‘চাঁদের পাহাড়’, ‘পথের পাঁচালী’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো সিনেমা।

Advertisement

[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]

এবার কোন কোন সিনেমা দেখানো হবে? তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্রের খবর, এই তালিকায় সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘মাস্টার অংশুমান’ রয়েছে। সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবি গত বছর অর্থাৎ ২০২৩ সালে মুক্তি পেয়েছিল।

এবার চলচ্চিত্র উৎসব শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। সেদিনই নন্দন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে শিশুদের এই চলচ্চিত্র উৎসব। নন্দনের পাশাপাশি রবীন্দ্রসদন, শিশির মঞ্চ-সহ আরও একাধিক সিনেমা হলে ছবি দেখানো হবে বলেই খবর। মিডিয়া রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন দেওয়ার সুযোগ পাওয়া যাবে ২২ জানুয়ারি থেকে। 

[আরও পড়ুন: রামমন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের? ‘আদিপুরুষ’ বিতর্কের ড্যামেজ কন্ট্রোল!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement