Advertisement
Advertisement

শাহিদকে চুমু খাওয়া বিশ্রী অভিজ্ঞতা, বিস্ফোরক কঙ্গনা

একই কটেজে থাকার ভয়াবহ অভিজ্ঞতা নিয়েও মুখ খুললেন অভিনেত্রী৷

Kissing Shahid was tragedy, said kangana
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 10, 2017 11:25 am
  • Updated:February 10, 2017 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরের স্পষ্ট বক্তা কঙ্গনা৷ কোনওকিছুই তাঁর মুখে আটকায় না৷ আর তাঁর এই স্বভাবের জন্য এবার মিডিয়ার সামনে রীতিমতো হেনস্তা হলেন অভিনেতা শাহিদ কাপুর৷ অভিনেত্রী বিশাল ভরদ্বাজের ছবি ‘রঙ্গুন’-এ শাহিদ এবং সইফের বিপরীতে অভিনয় করেছেন৷ আর তাঁর সেই অভিজ্ঞতা নিয়েই প্রকাশ্যে মুখ খুলেছেন কঙ্গনা৷

(বাঙালি পরিচালকের সৌজন্যে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা!)

শুধু মুখ খোলেননি তিনি৷ রীতিমতো যাচ্ছেতাই বলেছেন অভিনেত্রী৷ শাহিদের সঙ্গে এক কটেজে থাকা থেকে শুরু করে শাহিদকে চুমু খাওয়ার বিশ্রী অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন কঙ্গনা৷ তিনি জানিয়েছেন, ছবির শুটিংয়ের সময় তিনি এবং শাহিদ একই কটেজে থাকতেন৷ আর সেখানেই শাহিদের সঙ্গে থাকতে তাঁর ভয়ানক অভিজ্ঞতা হয়৷ কঙ্গনা জানিয়েছেন, শাহিদ নাকি মধ্যরাতে হিপ-হপ মিউজিক চালিয়ে এক্সারসাইজ করতেন৷ আর তাতেই ঘুম ভেঙে যেত কঙ্গনার৷ এতেই থেমে নেই৷ শাহিদকে চুমু খাওয়ার অভিজ্ঞতাও নাকি বেশ খারাপ তাঁর৷ ছবিতে শাহিদের চরিত্রের গোঁফ রয়েছে৷ আর সেই গোঁফই নাকি কঙ্গনার কাছে বিস্তর অস্বস্তির কারণ হয়ে উঠেছিল চুম্বনের দৃশ্যে কাজ করার সময়৷ পাশাপাশি শাহিদের চুমু খাওয়ার পদ্ধতিও নাকি বিশেষ ভাল ছিল না৷

Advertisement

‘রঙ্গুন’-এর প্রমোশনে গিয়ে এমন কথাই বলে বেড়াচ্ছেন কঙ্গনা৷ যদিও এই বিষয়ে শাহিদ কিন্তু কোনও পাল্টা মন্তব্য করেননি৷ গোটা বিষয়টি নিয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement