সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে কালো শর্ট ড্রেস৷ খোলামেলা পোশাক আর খোলা চুলে বার্থ ডে পার্টিতে নজর কাড়ল শাহরুখ কন্যা সুহানা৷ খানিকটা বলিউড নায়িকাদের ভঙ্গিতেই ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে উঠল বাদশা তনয়া৷ চাঙ্কি পাণ্ডের ভাইপো আহানের তাঁর বার্থ ডে পার্টির ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামেও৷ আপনারাও দেখুন সুহানা খানের সেই গ্ল্যামারাস ছবি৷
বন্ধু আহান পাণ্ডের জন্মদিনে অবশ্য শুধু সুহানাই নয়, দেখা গেল অন্যান্য স্টার কিডদেরও৷ নানান পোজে দেখা গেল আহান সুহানার সেই স্টার বন্ধু বান্ধবদের৷ সকলেই ছিলেন পার্টি মুডে৷ ছোটদের পার্টি বলে মস্তি কিন্তু কম হল না৷
ছেলে আহানের জন্মদিনে টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা৷
Happy birthday my darling son ahaan..mum loves you most😘😍👶👪❤️💋16 today..awwwwww just yesterday you… http://t.co/hXRtlzFezG
— Deanne Panday (@deannepanday) December 22, 2013
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.