Advertisement
Advertisement

Breaking News

KIFF 2022

KIFF 2022: করোনা আতঙ্ক কাটিয়ে আগামী মাসেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ঘোষণা দিনক্ষণ

জেনে নিন বিস্তারিত সূচি।

KIFF 2022: New dates for Kolkata International Film Festival announced | Sanbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 16, 2022 11:41 am
  • Updated:March 16, 2022 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারি পিছিয়ে এপ্রিল। করোনা (Coronavirus) পরিস্থিতির জেরে একাধিকবার পিছিয়ে গিয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। অবশেষে সব বাধা কাটিয়ে তার নতুন দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী মাসেই শহরে শুরু হচ্ছে সিনেমার উৎসব। দেশবিদেশের নামী সিনেমা ও তার সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের পা পড়তে চলেছে তিলোত্তমায়। নতুন দিনক্ষণ জানতে পেরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। এই ফেস্টিভ্যালের চেয়ারপার্সন তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী সুখবর শেয়ার করে আশাপ্রকাশ করেন যে এবার সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক নিয়েই উৎসব উদযাপন করা যাবে।

CM Mamata Banerjee permitted 100% occupancy in KIFF2021 Cinema Halls
২০২০ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে কলাকুশলীরা

এপ্রিল ২৫ থেকে মে মাসের ১ তারিখ – এই সাতদিন টানা কলকাতার বিভিন্ন নামী প্রেক্ষাগৃহে দেখানো হবে একাধিক সিনেমা। নন্দন ছাড়াও বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে পাবেন দর্শকরা। জানা গিয়েছে, ২৫ এপ্রিল সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ দিয়ে সূচনা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের। এ বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁর বেশ কয়েকটি সিনেমা দিয়েই শ্রদ্ধাঞ্জলি জানানোর আয়োজন করেছেন উৎসবের উদ্যোক্তারা। তালিকায় রয়েছে ‘সতরঞ্জ কে খিলাড়ি’, ‘পথের পাঁচালি’, ‘হীরক রাজার দেশে’-সহ একাধিক সিনেমা দেখানো হবে। এবছর মোট ৪১ টি দেশের ১৬০ টি সিনেমা দেখানো হবে সাতদিন ধরে।

Advertisement

[আরও পড়ুন: হোলিতে নরবলি দিলেই কাটবে বিয়ের ফাঁড়া! তান্ত্রিকের পরামর্শে শিশুকে অপহরণ যুবকের]

সুখবর শুনিয়ে টুইট করেন উৎসব কমিটির চেয়ারপার্সন তথা তৃণমূল সাংস্কৃতিক সেলের চেয়ারম্যান রাজ চক্রবর্তী (Raj Chakroborty)। টুইটে তিনি আশাপ্রকাশ করেন, এবার ১০০ শতাংশ দর্শক সিনেমা হলে ঢুকেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারবেন। করোনা আবহ কাটিয়ে এবার হলে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন মিলেছে। তাই খানিকটা দেরিতে হলেও দর্শকরা তা ভালভাবে উপভোগ করতে পারবেন বলে তাঁর আশা।

[আরও পড়ুন: বসন্তেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, চলতি মাসেই বঙ্গে আছড়ে পড়তে পারে ‘সিত্রাং’]

সাধারণত প্রতি বছরের নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসে এই শহরে। কিন্তু করোনা ভাইরাসের দাপটে ২০২১এ তা পিছিয়ে যায়। জানুয়ারি মাসে নন্দনে তা শুরু হওয়ার কথা ছিল। সেইমতো আয়োজনও হয়। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগেই রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ-সহ উৎসবের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত শিল্পীরা একাধিক শিল্পী কোভিড পজিটিভ হওয়ায় তা বাতিল করতে হয়। তবে এবার সব বাধা কাটিয়ে পয়লা বৈশাখ পেরিয়েই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement