সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই ‘রাগী যুবক’-এর মনের রংটা এখনও কটকটে সবুজ। ঝলমলে জামা আর ঢলঢলে হাফ প্যান্ট পরিয়েও যদি কোনও মঞ্চে পাঠানো হয়, তবে সেখানেও ফ্রেঞ্চকাট সাদা দাড়ি বাগিয়ে, র্যাপ গেয়ে দর্শক মাত করে দিয়ে বেরিয়ে আসবেন ইনি। আর রাত জেগে কাজ! হুহ! সে তো নস্যি! বাচ্চো কা খেল! কিন্তু, খেলোয়াড় যখন দি অমিতাভ বচ্চন (আবার খেলানোর মাস্টারও বটে! ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেই ভয়েসওভারগুলো মনে করুন), তখন খেলা যা-ই হোক আমরা মুগ্ধ হয়ে দেখব। হাঁ করে। আদেখলার মতো গিলে খাব ৭৫ বছরের এক তরুণ বৃদ্ধের ব্যারিটোন। মেজাজ। আর সেই বুক কাঁপানো গলায় বলা “কম্পিউটার জি…”।
[ক্যানসার নিয়েও মঞ্চ দাপাচ্ছেন সতীশ, অভিনেতার পাশে থাকার অাহ্বান নাট্যদুনিয়ার]
সেসবের আর খুব বেশি দেরি নেইও অবিশ্যি। জুনেই ফের টেলিভিশনের স্ক্রিনে ধরা দিতে চলেছেন অমিতাভ। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নবম সিজনের প্রতিযোগীদের রেজিস্ট্রেশনের জন্য। টিভির পর্দায় আগামী ৬ জুন থেকে ২০ জুন রাত পর্যন্ত আসবেন অমিতাভ। একটি প্রশ্ন করবেন। সেই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের থেকেই বেছে নেওয়া হবে প্রতিযোগীদের। যাঁদের কাছে সুযোগ থাকবে অমিতাভের সামনে হট সিটে বসার। আর তারই প্রস্তুতিতে রাত জেগে শুটিং করলেন বিগ বি। বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটা পর্যন্ত চলল রেকর্ডিং। টুইটারে নিজের এই রাতজাগা কর্মকাণ্ডের কিছুটা আভাস দিয়েছেন অমিতাভ। দিয়েছেন অডিও রেকর্ডিংয়ের ছবিও। লিখেছেন। “ভোর ৪.৪৫। সবে ফিরলাম কাজ থেকে। কেবিসির অডিও রেকর্ডিং ছিল। আবার সকাল আটটায় ফটোশুট।”
T 2816 – Its 4:45 am !! just back from work .. recording for the KBC shoot tomorrow at 8 am .. so no time to dwell here any longer .. shall do so tomorrow .. love to all pic.twitter.com/dIil68O7j8
— Amitabh Bachchan (@SrBachchan) May 24, 2018
[নভেম্বরেই বিয়ে করছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন!]
দেখে শুনে মাথায় হাত ভক্তদের। বয়স ৭৫ না সাত প্লাস পাঁচ ইকুয়্যালসটু ১২! বলে কী লোকটা। এত এনার্জি পায় কোথা থেকে! অমিতাভ অবশ্য এর পরেও পৌঁছে গিয়েছেন কেবিসি নিয়ে তাঁর পরের দায়িত্ব পালনে। রাইট অন টাইম। শট দেওয়া নেওয়া, ফটোশুট, প্রোমোশুট, একের পর পোশাক পরিবর্তন করে ক্যামেরার সামনে দাঁড়ানো অমিতাভ। পোজ দিচ্ছেন। হাসছেন। কখনওবা দিচ্ছেন তাঁর ‘রাগী যুবক’ মার্কা ইনটেন্স লুক। ফটোগ্রাফাররা ছবি তুলবে কী, ৭৫-এর তরুণের ক্যারিশমায় কাত হয়ে যাচ্ছে। যাই হোক, সবই অনুমান। তবে এমনটা যে হয়নি, তাই বা কে বলতে পারে। বলতে গেলে, এগুলোই হবে। এই সেদিনও থাগসের শুটিংয়ে রাজস্থানে রাতভর কাজ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। মুম্বই থেকে জরুরি ভিত্তিতে চপারে উড়িয়ে আনতে হয়েছিল ডাক্তারদের টিম। তাতেও কী লোকটার শিক্ষা আছে! বয়সের কোনও খেয়াল নেই তার। অমিতাভ নিজে অবশ্য ভাল করেই জানেন ব্যাপারটা। কিন্তু, কী করবেন, চুটিয়ে মজা নেন যে ফ্যান ফলোয়িংয়ের। বাচ্চাদের মতো রাগও করেন অনুরাগী সংখ্যা কমলে। তা সেই ভক্তদের জন্য এতটুকু করবেন না… তা কী হয়!
[যৌন হেনস্তায় অভিযুক্ত, ক্ষমা চাইলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.