সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টেলিভিশনে ফিরছে একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি ২’৷ কাকে কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে দর্শকদের আগ্রহের সীমা নেই৷ তবে ‘কসৌটি জিন্দেগি কি ২’-তে প্রেরণার ভূমিকায় অভিনয়ের জন্য শ্বেতা তনয়া পলককে বলা হয়নি বলেই সাফ জানিয়ে দিলেন একতা কাপুর৷
২০০৮ সালে টেলিভিশন জগতে সাড়া ফেলে দিয়েছিল ‘কসৌটি জিন্দেগি কি’। গানটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। প্রেরণা, অনুরাগ ও কমলিকার ত্রিকোণ প্রেমের উপাখ্যান তখন ছিল অন্যতম চর্চার বিষয়। প্রেরণা ও অনুরাগের মধ্যে প্রেম পূর্ণতা পায়নি। মাঝে ঢুকে গিয়েছিলেন কমলিকা। ফলে দর্শকদের মধ্যেও পাল্লা ভারী ছিল প্রেরণার দিকে। অনুরাগের সঙ্গে সমব্যথী হয়েছিল অনেকে। কমলিকা প্রতিপন্ন হয়েছিল ভিলেন। এর মাঝে আবার ছিল মিস্টার বাজাজ নামে একটি চরিত্র। মোট কথা, সেই সময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল ‘কসৌটি জিন্দেগি কি’। অতি পরিচিত এই সিরিয়ালটিকে আবারও ছোটপর্দায় আনতে চলেছেন একতা কাপুর৷ শোনা যাচ্ছে, এবার প্রেরণা-র চরিত্রে দেখা যাবে এরিকা ফার্নান্ডেজকে৷
যদিও শ্বেতা তিওয়ারি সংবাদমাধ্যমকে জানান এরিকার আগে তাঁর মেয়ে পলককেই নাকি প্রেরণার চরিত্রে অভিনয়ের অফার দেওয়া হয়েছিল৷ কিন্তু পলক নিজেই তা ফিরিয়ে দিয়েছেন। প্রেরণা চরিত্রটি শ্বেতাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। তাই শ্বেতা চেয়েছিলেন মেয়েও মায়ের পথ অনুসরণ করুক। তাতে পরিচিতি বাড়বে তাড়াতাড়ি। শুধু শ্বেতা নয়। সবাই একই কথা বলেছিল। বালাজি প্রোডাকশনও চাইছিল পলকই প্রেরণা চরিত্রে অভিনয় করুন। কিন্তু পলক চাননি। তিনি বলেছিলেন, ডেলি সোপে তিনি অভিনয় করতে পারবেন না। কারণ ধারাবাহিকে অভিনয় করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। রাত-দিন শুটিং করতে হয়। এত ধকল পলক নিতে পারবেন না। এই বিষয়ে মুখ খুলে বিপাকে শ্বেতা তিওয়ারি৷ পলককে কখনওই প্রেরণা চরিত্রের জন্য অফার দেওয়া হয়নি বলেই জানান একতা কাপুর৷ শ্বেতা অহেতুকই নাকি এমন দাবি করেছেন বলেই দাবি তাঁর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.