Advertisement
Advertisement

Breaking News

করেনজিত থেকে সানি লিওন, বোল্ড জার্নির ঝলক বায়োপিকের ট্রেলারে

উঠে এল সানির জীবনের না-জানা দৃশ্য, দেখুন সে ভিডিও।

Karenjit Kaur: The Untold Story Of Sunny Leone trailer out
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2018 12:56 pm
  • Updated:July 6, 2018 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্নস্টার ও রাস্তায় দাঁড়ানো দেহপসারিণীর মধ্যে কোনও ফারাকই করেন না অনেক মানুষ। অর্থাৎ পরোক্ষে দু’জনেই বসেন একাসনে। যে কেউ এ প্রশ্ন বা প্রসঙ্গের সামনে অপ্রস্তুত হতে পারতেন। তবে যিনি এ প্রশ্নেরও জবাব সপাটে দিতে পারেন, তিনি সানি লিওন। চোখে চোখ রেখে জানিয়েছিলেন, সাদৃশ্য একটা আছে বটে, তা হল সাহস। সেই সাহসী মেয়েরই আত্মকথা এবার ওয়েব সিরিজের বিষয়বস্তু। বায়োপিক তৈরি হয়েছে সানি লিওনের- ‘করেনজিত কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন।’ তারই ট্রেলার এল সামনে।

[  অপরাধীদের গৌরবাণ্বিত করা অনুচিত, ‘সঞ্জু’ প্রসঙ্গে খোঁচা প্রাক্তন পুলিশ কমিশনারের ]

Advertisement

সানি লিওনের নাম যে করেনজিত কৌর, এই সেদিনও তা কেউ জানতেন না প্রায়। ইরোটিক ইন্ডাস্ট্রি থেকে তাঁকে যখন তুলে এনেছিল ভাট ক্যাম্প, তখন তাঁর পরিচয় পর্নস্টারই। তিনি যতই নিজেকে মডেল হিসেবে তুলে ধরুন না কেন, পর্ন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকাকে চেনা তকমা দিয়ে দিতে কসুর করেননি বলিপাড়া। সেখান থেকে অভিনেত্রী হয়ে উঠতে সানিকে যত না অভিনয়ে কসরত করতে হয়েছে, তার থেকে বেশি পেরোতে হয়েছে সামাজিক ও মানসিক বাধা। পর্ন দুনিয়া তিনি পিছনে ফেললেও, সে দুনিয়ার বাইরে তাঁকে কেউ ভাবতেই নারাজ ছিলেন। তার জেরেই ওরকম বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। এবং তাঁর সাহসী উত্তর সেদিন ভাবিয়েছিল ইন্ডাস্ট্রিকে। একে একে তারকারা পাশে এসে দাঁড়িয়েছিলেন। সানি সম্পর্কে ভাবমূর্তি অনেকটা পালটেওছিল। তবে কার্যত দেখা গেল কিছুতেই কিছু হয়নি। এমনকী কন্যাসন্তান দত্তক নেওয়ার পরও সেই হেনস্তাই সহ্য করতে হয়েছে। এই জীবনের কথাই এবার উঠে আসছে বায়োপিকে। যেখানে থাকবে করেনজিতের কথাও। পর্ন ইন্ডাস্ট্রিতে এসে যে নাম বদলে ফেলতে হয়েছিল তাঁকে। সেই পাড়ার মেয়ে থেকে একজন সফল ইরোটিক স্টার হওয়ার পিছনে পারিবারিক দারিদ্র্য ও প্রতিবন্ধকতা কী কী ছিল তাই-ই তুলে ধরছেন পরিচালক। ছবিতে তরুণী সানির ভূমিকায় দেখা যাবে রিয়াস সৌজানিকে। ওয়েব সিরিজ হিসেবে সানির বায়োপিকের প্রিমিয়ার ১৬ জুলাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement