Advertisement
Advertisement

Breaking News

স্বামীকে করিনার গঞ্জনা, ভাইরাল হল ভিডিও!

বেগমের অভিমানের কারণ কী?

Kareena Kapoor’s New Jewelry Ad Has An Important Lesson For All Husbands
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2016 4:49 pm
  • Updated:October 3, 2016 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে জানা গিয়েছিল, অন্তঃসত্ত্বা স্ত্রীর একটু বেশি খাওয়া নিয়ে ভালমতোই কথা শোনাচ্ছেন সইফ আলি খান! তাও দিন-রাত জুড়ে, প্রত্যেক দিন নিয়ম করে! এ কথা নিজের মুখেই কবুল করেছিলেন বেগম করিনা কপুর খান!
সে খবরের রেশ জুড়োতে না জুড়োতেই ভাইরাল হল একটি ভিডিও! যা বলে দিল, স্বামীর অবহেলা নিয়ে বড়ই মনোকষ্টে রয়েছেন নায়িকা।
তা, এ ব্যাপারে ঠিক কী দেখা যাচ্ছে সেই ভিডিওয়?
দেখা যাচ্ছে, সোফায় আধশোওয়া হয়ে একটা বই পড়ছেন করিনা। তার মাঝে স্বামীর ফোন এল! এবং, সেটা দরকারি জিনিস কোথায় আছে, তা মনে করতে না পেরেই! স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য যে ফোন করা- তেমনটা কিন্তু নয়!
এবং, অন্য গৃহবধূদের মতোই নিতান্ত অনিচ্ছাসত্ত্বে, সোফা ছেড়ে উঠে সেই দরকারি জিনিস খোঁজা শুরু করলেন করিনা। হ্যাঁ, স্বামীকে গঞ্জনা দিতে দিতেই!
তার পর কী হল, সেটা না হয় ক্লিক করে দেখে নিন নিচের এই ভিডিওতে। ভিডিওটি আপনাকে মুগ্ধ করবেই, বাজি ধরে বলা যায়!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement