Advertisement
Advertisement

Breaking News

সদ্যোজাত সন্তানের নাম নিয়ে বিতর্কে সইফ-করিনা

শেষ পর্যন্ত দিল্লি ধ্বংসকারীর নামে সন্তানের নাম রাখলেন সৈইফ-করিনা?

Kareena Kapoor's Baby Named For Destroyer Of Delhi?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 20, 2016 5:32 pm
  • Updated:December 20, 2016 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৈমুর। নাম তো শুনা হি হোগা। কী হঠাৎ করে নামটা শুনে কার কথা মনে পড়ল ? তৈমুর লং? যিনি মহম্মদ বিন তুঘলঘকে হারিয়ে দিল্লি দখল করেছিলেন তার কথা ভাবছেন তো?  তবে কিন্তু সদ্যোজাত তৈমুর আলি খানের কথা বলছিলাম।

তৈমুর লং এর কথা ভেবে নাম রাখা হয়েছে কিনা ভাবছেন? না, তা জানা নেই। তবে করিনা কাপুর খান ও ছোটে নবাব সইফ আলি খানের সদ্যোজাত পুত্র সন্তানের নামও তৈমুর। আর একথা জানাজানি হতেই এনিয়ে টুইটারে শুরু হয়েছে নানান মশকরা। নিজেরাই দেখুন কে কি বলল…

Advertisement

তবে যে যাই বলুক না কেন। নিন্দুকেরা তো কত কথাই বলে। সেসবে কি পাত্তা দিতে আছে? বেবো আর ছোটে নবাব সেসবে পাত্তা দিচ্ছেনা না। তাঁরা তাঁদের পরিবারের নতুন সদস্যের অভ্যর্থনাতেই মেতে আছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement