Advertisement
Advertisement

Breaking News

করিনা কাপুর

তৈমুর দাদুর মতো ক্রিকেটার হোক, ঘনিষ্ঠ মহলে ইচ্ছাপ্রকাশ মা করিনার

সম্প্রতি কপিল দেবের সই করা ব্যাটই করিনার ইচ্ছেকে জাগিয়ে তুলেছে, অন্দরের খবর৷

Kareena Kapoor wants her baby Taimur to be a cricketer
Published by: Sucheta Sengupta
  • Posted:August 8, 2019 9:41 pm
  • Updated:August 8, 2019 10:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদুর পরিচিতি ফিরিয়ে আনুক নাতি৷ মাঠে টাইগারের মতো দাপিয়ে খেলুক তৈমুর৷ ছেলেকে নিয়ে এই ইচ্ছা প্রকাশ করলেন বেবো৷

[ আরও পড়ুন: সুষমাকে নিয়ে বিতর্কিত পোস্ট বীণা মালিকের, নেটিজেনদের রোষের মুখে পাক অভিনেত্রীকে]

এখনও তিনেও পা দেয়নি সইফিনাপুত্র তৈমুর আলি খান৷ কিন্তু মা তার কেরিয়ার প্ল্যান করে ফেলেছেন৷ সম্প্রতি ‘ডান্স ইন্ডিয়া ডান্স ৭’ নামে এক টেলিভিশন শো-য় কাজ করছেন করিনা কাপুর৷ সেখানকার শুটিংয়ের ফাঁকেই শোনালেন ছেলেকে নিয়ে নিজের স্বপ্নের কথা৷ তাঁর ইচ্ছা, ছেলে তৈমুর দাদুর মতো ক্রিকেটার হোক৷ সারা মাঠে দাপিয়ে ব্যাট করুক, বল করুক৷ তাহলে কি আর পাঁচজন স্টারকিডের মতো মা, বাবার পথে হেঁটে রুপোলি পর্দায় অবতীর্ণ হবে না তৈমুর? অন্তত করিনার তেমন ইচ্ছা নেই৷ তার চেয়ে তিনি তৈমুরকে ক্রীড়াজগতে প্রতিষ্ঠিত করার দিকে এগিয়ে দিতে চান বলেই মনে হল৷

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দেখা করেন করিনা কাপুর৷ সেখানে ছিলেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব৷ তাঁর সঙ্গে দেখা করে, কথা বলে সই করা একটি ব্যাট নিয়ে বাড়ি ফেরেন৷ আর তাতেই বেশ উত্তেজিত হয়ে উঠেছেন টাইগার পতৌদির পুত্রবধূ৷ ছেলেকেও তিনি এভাবেই দেখতে চান৷ সইফের বাবা মনসুর আলি খান পতৌদির ক্রিকেটজীবনের খ্যাতি সকলেরই জানা৷ যতদিন খেলেছেন, ততদিনই দাপট ছিল মাঠে৷ এমনকী সম্প্রতি সইফিনাপুত্রের ভারতীয় ক্রিকেট দলের নীল জার্সি পরা একটি ছবি বেশ ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে, তৈমুর স্যালুটের ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, এখন থেকেই কি ছেলেকে প্রস্তুত করছেন করিনা?

প্রায় জন্ম থেকে তৈমুর রীতিমতো সেলিব্রিটি৷ পাপারাজিদের কড়া নজর রাজপরিবারের এই সন্তানের দিকে৷ ছোটবেলায় কিছুটা তাকে ক্যামেরার আড়ালে রাখতে সক্ষম হয়েছিলেন সইফ, করিনা৷ তবে একটু বড় হতে না হতেই সংবাদমাধ্যমের সামনে তৈমুরকে সঙ্গে নিয়ে হাজির হতে দ্বিধা করেননি তার স্টার মা, বাবা৷ এহেন শিশুর কেরিয়ার নিয়েও সকলের উৎসাহ থাকবে, সেটাই স্বাভাবিক৷ করিনা কাপুরের এই ইচ্ছাপ্রকাশের পর তা আরও উসকে উঠল, বলাই বাহুল্য৷

[ আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের জের, ফের ভারতীয় সিনেমা নিষিদ্ধ পাকিস্তানে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement