Advertisement
Advertisement

Breaking News

শত্রুতায় ইতি টেনে কফি হাতে কাউচে বসবেন করিনা-প্রিয়াঙ্কা!

OMG!

Kareena Kapoor Khan and Priyanka Chopra Might Appear on Koffee With Karan 6
Published by: Tanujit Das
  • Posted:October 30, 2018 8:40 pm
  • Updated:October 30, 2018 9:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে খুবই প্রচলিত একটি শব্দ হল ‘ক্যাটফাইট’৷ বিভিন্ন অভিনেত্রীদের মধ্যেকার লড়াইকে দীর্ঘদিন ধরে এই ভাষাতেই বর্ণনা করেছে সিনেমা জগত৷ বলিউড দেখেছে রেখার সঙ্গে জয়া বচ্চনের লড়াই৷ চর্চা হয়েছে শ্রীদেবী ও মাধুরী দীক্ষিত এবং মাধুরী ও জুহি চাওলার মধ্যেকার লড়াই নিয়েও৷ বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সোনম কাপুর বা ক্যাটরিনা কাইফের লড়াইও সংবাদ শিরোনাম উঠে এসেছে৷ তবে সর্বদাই চর্চার শীর্ষে ছিল বা এখনও রয়েছে দুই বলি সুন্দরী, প্রিয়াঙ্কা চোপড়া ও করিনা কাপুর খানের মধ্যেকার লড়াই৷ কয়েক বছর আগেও যা নিয়ে গরমাগরম পরিস্থিতি তৈরি হয়েছিল বলিউডে৷ তা এখন ঠাণ্ডা লড়াইয়ে পরিণত হয়েছে৷ কিন্তু লড়াইয়ের তেজ এখনও কমেনি বলেই শোনা যায়৷ এমন দুই চির প্রতিদ্বন্দ্বীকে একই কাউচ বা সোফাতে দেখলে অবাক তো হতেই হবে৷ তবে সবকিছু ঠিকঠাক থাকলে তেমনটাই বোধ হয় হতে চলেছে৷

[ভালবাসার মোড়কে বিপর্যয়ের কাহিনি, মুক্তি পেল ‘কেদারনাথ’-এর টিজার]

Advertisement

সূত্রের খবর, ‘কফি উইথ করণ’-এর নয়া সিজনে একই আসনে বসতে দেখা যেতে পারে ‘দেশী গার্ল’ ও ‘বেগম’কে৷ শোয়ের সঞ্চালক করণ জোহরের সঙ্গে সু-সম্পর্ক দুই অভিনেত্রীরই৷ করণকে পরিবারের একজন সদস্য বলেই মনে করেন ‘বেগম’ করিনা কাপুর খান৷ প্রিয়াঙ্কার সঙ্গেও দীর্ঘদিন ধরেই ভাল সম্পর্ক রয়েছে করণের৷ শোনা যাচ্ছে, করণ নাকি নিজের উদ্যোগেই দুই অভিনেত্রীকে তাঁর শোতে আসার আমন্ত্রণ জানিয়েছেন৷ দীর্ঘদিনের শত্রুতা মিটিয়ে একই সোফায় করিনা ও প্রিয়াঙ্কাকে বসানোর জন্য অনুঘটকের ভূমিকা পালন করছেন তিনি৷ এখন দেখার বন্ধু করণের অনুরোধ শুনে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটিয়ে একই সোফায় বসতে রাজি হন নাকি যুযুধান দুই অভিনেত্রী৷

[ফের ‘সত্যমেব জয়তে’ নিয়ে টেলিভিশনে ফিরছেন আমির!]

বর্তমানে নিজের বিয়ে নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ শীঘ্রই নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি৷ রাজস্থানের রাজকীয় প্রসাদে হতে চলেছে সেই বিয়ের অনুষ্ঠান৷ পাশাপাশি, করিনাও ব্যস্ত রয়েছেন ছেলে তৈমুরকে নিয়ে৷ করণ জোহরের পরবর্তী একটি সিনেমাতেও দেখা যাবে তাঁকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement