Advertisement
Advertisement

Breaking News

‘সমকাম অসুস্থতা নয়’, নিজের যৌনবোধ নিয়ে মুখ খুললেন করণ

সমকামকে রোগ হিসেবে দেখা অশিক্ষার লক্ষণ, নিন্দুকদের কড়া জবাব করণের৷

Karan Johar speaks up about his sexuality on a TV show
Published by: Sucheta Sengupta
  • Posted:March 19, 2019 6:22 pm
  • Updated:March 19, 2019 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সমকামী? নাকি উভকামী? তাঁর কি আদৌ নির্দিষ্ট কোনও যৌনচেতনা আছে? বলিউডের নামী ডিরেক্টরকে ঘিরে এসব গুঞ্জন বহুদিনের৷ কখনও কিং খানের সঙ্গে বিশেষ সম্পর্ক, কখনও প্রিয় অভিনেত্রীদের সঙ্গে আউটিং, আবার কখনও সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া, সব কিছুতেই তিনি আলোচনার কেন্দ্রে৷ ঠিক ধরেছেন৷ বলা হচ্ছে করণ জোহরের কথা৷

সলমনের বিপরীতে অভিনয় করছে আলিয়া, চূড়ান্ত ছবির নামও

এবার করণ জোহর নিজেই এসব নিয়ে মুখ খুললেন৷ বললেন, ‘সবচেয়ে বিরক্ত লাগে, যখন আমাকে ঘিরে সমকাম সংক্রান্ত উলটোপালটা মন্তব্য করে৷ খুব রেগে যাই৷’ সম্প্রতি আরবাজ খানের টেলিভিশন শো ‘পিঞ্চ’-এ অতিথি হয়ে গিয়েছিলেন কে জো৷ সেখানেই তিনি জানিয়েছেন, ‘আমার পূর্ণ অধিকার আছে নিজের জীবন, নিজের যৌনবোধ, নিজের পছন্দ-অপছন্দের কথা তুলে ধরার৷ আমার মধ্যে সমকামের বোধ আছে৷ আর সেটা নিয়ে এমনভাবে চর্চা করা হচ্ছে যেন আমি অসুস্থ৷ সে আমার সম্পর্কে যে যা ভাবে, তা বলতেই পারেন৷ সেটা তাঁদের অধিকারের মধ্যেই পড়ে৷ কিন্তু যদি আপনি মন্তব্য করতে থাকেন যে সমকামিতা একটা খারাপ ব্যাপার, তাহলে বলতে বাধ্য হই যে আপনার মনটা অসুস্থ৷ আপনার শিক্ষায় গলদ আছে৷’

Advertisement

বিয়ের পর স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরেই কামব্যাক শুভশ্রীর?

আরবাজের অনুষ্ঠানে এভাবেই যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন করণ জোহর৷ তাঁর আরও বক্তব্য, ‘আপনারা আমাকে নিয়ে যা খুশি বলুন৷ কিন্তু এমন কিছু বলবেন না যাতে মনে হয়, আমার কোনও রোগ আছে৷ আর আমি এসব শুনে চুপ করে থাকব না৷ বরং আপনাকেই চুপ থাকতে বলব, কারণ আপনার কোনও জীবনবোধই তৈরি হয়নি৷’ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে যেসব লেখা হয়, তা নিয়ে তিনি খুব বিরক্ত বোধ করেন বলে জানিয়েছেন৷ করণ বলেন, ‘রোজ সকালে উঠে আমি এসব দেখি আর পালটা জবাব দিই৷ এটা আমাকে কিছুটা ভাল অনুভূতি দেয়৷’

karan

আপাতত নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত করণ জোহর৷ সামনে ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি ‘কেশরী’র মুক্তি৷ তারপর মেগা প্রজেক্ট ‘কলঙ্ক’-এর কাজ৷ তারই মধ্যে নিজের শো৷ সব নিয়ে একেবারে টাইট শিডিউল তাঁর৷ এসবের মধ্যেই আরবাজ খানের শো’এ যোগ দিয়ে সমালোচকদের মুখের উপর জবাব দিলেন বলিউডের এই স্টার পরিচালক৷ নিন্দুকরা অবশ্য তাতেও নাছোড়৷ মুখ বেঁকিয়ে কেউ কেউ বলছেন, নিজের যৌনচেতনা নিয়ে শেষ পর্যন্ত মুখ তো খুলতে হল!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement