Advertisement
Advertisement

Breaking News

মিটল ঝামেলা, শাহরুখ-কাজলের ছবি শেয়ার করে ঘোষণা করণের

নিজের সন্তানদের ছবিও পোস্ট করেছেন প্রযোজক-পরিচালক।

Karan Johar posts pic With Kajol, SRK
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2017 9:23 am
  • Updated:August 30, 2017 9:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে সবই সময়ের ফের। কখন যে বন্ধু শত্রু হয়ে উঠছে, আবার কখন শত্রু তিক্ততা ভুলে বন্ধু হয়ে যাচ্ছে তা টের পাওয়া বড় দুষ্কর। তবে করণ জোহর বরাবরই ব্যতিক্রম। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে কোনওদিন দ্বিধা করেননি প্রযোজক-পরিচালক। প্রিয় বান্ধবী কাজলের উপর যখন রাগ হয়েছিল প্রকাশ্যেই বলেছিলেন, এ সম্পর্ক আর কোনওদিন জোড়া লাগবে না। কিন্তু রাগ কমতেই আবার ঘোষণা করে দিলেন কাজলের সঙ্গে নিজের ‘লাইফটাইম বন্ড’-এর কথা।

[ট্রেলারেই বাজিমাত বড়পর্দার ‘নিউটন’ রাজকুমারের]

Advertisement

বেশ ঘটা করেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ‘প্যাচ আপ’-এর ঘোষণা করে দিয়েছেন কে জো। নিজের ও কাজলের একটি পুরনো ছবি আপলোড করেছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর ‘ব্লু আইড বয়’ শাহরুখ খানও। সারা জীবনের এই বন্ড যে করণের কতটা কাছের, তা এই পোস্ট থেকেই পরিষ্কার।

 

Lifetime bonds!!!!

A post shared by Karan Johar (@karanjohar) on

ঝামেলার সূত্রপাত, অজয় দেবগণের ‘শিবায়’ ছবিকে কেন্দ্র করে। যা মুক্তি পায় করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গে। ছবি মুক্তির আগেই অজয় টুইট করেছিলেন, টাকা দিয়ে নিজের ছবির পক্ষে এবং ‘শিবায়’-এর বিপক্ষে প্রচার করাচ্ছেন করণ। আর এর জন্য ব্যবহার করছেন কামাল আর খানের মতো সমালোচককে। স্বামী ও ২৫ বছরের সবচেয়ে ভাল বন্ধুর মধ্যে স্বামীর পক্ষই বেছে নিয়েছিলেন কাজল। ফল যা হওয়ার তাই হয়েছিল। ভেঙে যায় কাজল-করণের বহু বছরের সম্পর্ক। কিছুদিন আগেই ‘বাদশাহো’র প্রচারে আসা অজয় দেবগণকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, ব্যক্তিগত বিষয়ের দোহাই দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। তবে করণের এই পোস্টই যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিল। শাহরুখ-সলমনের পর বলিউডের আরও এক নজরকাড়া বন্ধুজুটির পুনর্মিলন ঘটল।

[বিতর্কের জেরেই কি ‘ককপিট’-এর টিজার থেকে সরানো হল প্রসেনজিৎকে?]

অবশ্য কাজল ছাড়াও নিজের আরও কিছু ভালবাসার কথা ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন করণ। বন্ধু হিসেবে ব্যাখ্যা করেছেন মণীশ মালহোত্রাকে। তুলে ধরেছেন নিজের ‘স্টুডেন্ট’দের কথা। আর জানিয়েছেন নিজের জীবনে আসা সবচেয়ে প্রিয় অতিথি, তাঁর দুই সন্তানের কথা।

 

My world 2.0 ❤️❤️❤️❤️❤️

A post shared by Karan Johar (@karanjohar) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement