Advertisement
Advertisement

Breaking News

গুজব রটাচ্ছে সুনীল, টুইটারে বোমা ফাটালেন কপিল শর্মা

সোনি টিভির নতুন শোয়ে সুনীলকে ডাকেননি কপিল, টুইটারে তরজা।

Kapil Sharma slams Sunil Grover for spreading rumours
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 18, 2018 5:41 pm
  • Updated:June 1, 2019 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আড়ালে আবডালে নয়। এবার টুইটারে যুযুধান কমেডিয়ান কপিল শর্মা ও পুরনো সহকর্মী সুনীল গ্রোভার। ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’ নিয়ে ফের বিতর্কে কমেডিয়ান কপিল ও সুনীল গ্রোভার। সোনি টিভিতে সম্প্রতি শুরু হয়েছে কপিল শর্মার নতুন রিয়্যালিটি শো ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’। সেখানে কেন সুনীল নেই? সুনীলকে ফিরে আসার আবেদন জানিয়ে টুইট করেছেন এক অনুরাগী। একই সঙ্গে পছন্দের কমেডিয়ানকে ভালবাসাও জানিয়েছেন। অনুরাগীকে পালটা টুইট করেছেন সুনীল গ্রোভার। সেখানে তিনি বলেছেন, ‘আপনার মত বেশ কয়েকজন একই কথা জানতে চান। কিন্তু সংশ্লিষ্ট রিয়্যালিটি শোয়ে যোগদানের আমন্ত্রণ জানিয়ে কোনও ফোন কল আমার কাছে আসেনি। আমার ফোন নম্বর যা ছিল তাই আছে। অপেক্ষা করতে করতে কাল আমি নতুন প্রকল্পে সই করে ফেলেছি। আপনাদের আশীর্বাদে একটা ভাল প্রকল্পের কাজ হাতে এসেছে। খুব শিগগির আপনাদের সামনে আসতে চলেছি।’

 

[আর্থিক প্রতারণা নিয়ে শর্ট ফিল্ম, নায়ক সেই তাপস পাল]

এহেন টুইটকে গুজব আখ্যা দিয়েছেন কমেডিয়ান কপিল। অনুরাগীর উদ্দেশ্যে সুনীলের টুইট পড়েই ক্ষিপ্ত হয়ে ওঠেন কপিল শর্মা। পালটা টুইট করে বলেন, ‘কেন গুজব রটাচ্ছেন আপনাকে একশোরও বেশি বার ফোন করেছি। এমনকী, আপনার বাড়িতেও গিয়েছি দুবার। যখনই গিয়েছি, অন্য কোনও শো বা যে কোনও কারণে হোক আপনি বাড়িতে ছিলেন না। দয়া করে এই বলে গুজব রটাবেন না, যে আমি আপনাকে ফোন করিনি। আমি জানি কারা আপনার পিছনে থেকে এসব কাজ করাচ্ছে। বিশ্বাস করুন আপনি কিচ্ছু পাবেন না। ভাল থাকবেন।’

প্রাক্তন সহকর্মীকে জবাব দেওয়ার পর অনুরাগীদের উদ্দেশ্যেও একটি টুইট করেন কপিল। সেই টুইট বার্তায় লেখেন, ‘সুনীলের রটনা দেখে তিনি স্তম্ভিত হয়েছি। রীতিমতো শকড। হ্যাঁ আমি তাঁকে ভালবাসি। তবে কিছু কিছু সময় এই ভালবাসা তোমায় আঘাত দেবে। যখন তুমি কারওর জন্য প্রচুর খেটে কাজ করবে, তখন সেই লোকটিই তোমার নামেই নিজের খ্যাতি কুড়িয়ে নেবে। এখন কেন বলছেন এক বছর বাদে হ্যাঁ আমি তাঁকে ১০০ বার ফোন করেছি। তাঁর বাড়িতে লোকও পাঠিয়েছি। এমনকী, নিজেও শোয়ের জন্য তাঁর বাড়িতে গিয়েছি। কিন্তু এখন আমি আর কাউকেই আমার নামে খ্যাতি কুড়োতে দেব না। যথেষ্ট হয়েছে।’

[মোদির ফ্যান, তবে এই শর্তেই রাজনীতিতে আসতে চান কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement