Advertisement
Advertisement

Breaking News

কপিলকে চূড়ান্ত নোটিস, টিআরপি না বাড়লে শো বন্ধের হুঁশিয়ারি

কপিলের সঙ্গে ১০৬ কোটি টাকার চুক্তির নবীকরণ নাও করতে পারে চ্যানেল।

Kapil Sharma gets one month's time to put up his act together on The Kapil Sharma Show
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 2, 2017 8:54 am
  • Updated:April 2, 2017 8:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না জনপ্রিয় টেলিভিশন তারকা ও কমেডিয়ান কপিল শর্মার। আগামী এক মাসের মধ্যে তাঁর টেলিভিশন শোয়ের টিআরপি না বাড়লে চ্যানেল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে, খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। কপিলের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের ১০৬ কোটি টাকার চুক্তি রয়েছে। এবার সেই চুক্তির নবীকরণ আর নাও হতে পারে বলে আশঙ্কা।

[দর্শকরা হাসছেন না, তাই শোয়ের শুটিং ছেড়ে বেরিয়ে গেলেন কপিল]

‘দ্য কপিল শর্মা শো’-এর আরেক কমেডিয়ান সুনীল গ্রোভারের সঙ্গে বিমানে উঠে অভব্য আচরণের অভিযোগ ওঠে কপিলের বিরুদ্ধে। শো ছেড়ে চলে যান সুনীল। চন্দন প্রভাকর, আলি আসগররাও শো ছেড়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে অন্যান্য কমেডিয়ানদের শোয়ে এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কপিল। কিন্তু তাতেও শোয়ের পুরনো জনপ্রিয়তা ফেরেনি। এই পরিস্থিতিতে চ্যানেল কর্তৃপক্ষ কপিলকে এক মাসের চূড়ান্ত সময়সীমা দিয়েছে। শোয়ের জনপ্রিয়তা ফিরে না এলে চ্যানেল কর্তৃপক্ষ শো বন্ধও করে দিতে পারে বলে একটি সূত্রের খবর। জানা গিয়েছে, সুনীল গ্রোভার, চন্দন প্রভাকর, আলি আসগর, সুগন্ধা মিশ্ররা কোনওভাবেই কপিলের সঙ্গে শোয়ে ফিরতে চান না। তাঁদের ছাড়া শোয়ের শেষ দুটি এপিসোড একেবারেই জমেনি। সুনীলও জানিয়ে দিয়েছেন, তিনি কপিলের শোয়ে ফিরবেন না। তিনি এখন লাইভ শো নিয়ে ব্যস্ত। এই অবস্থায় শোয়ের ভবিষ্যত কী হয়, সেই দিকেই তাকিয়ে প্রত্যেকে।

Advertisement

[মদ্যপান করে বিমানে ‘অভব্য’ আচরণ, কপিল শর্মাকে ‘সতর্ক’ করবে এয়ার ইন্ডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement