Advertisement
Advertisement

Breaking News

সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ডের ছবি পোস্ট কপিলের

জানেন কবে, কোথায় বিয়ের আসর বসছে কপিলের?

Kapil Sharma announces his wedding
Published by: Sayani Sen
  • Posted:November 29, 2018 8:40 pm
  • Updated:November 29, 2018 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে যেন বিয়ের মরশুম চলছে। দীপিকা-রণবীরের বিয়ের হ্যাংওভার যেমন এখনও কাটাতে পারেননি নেটিজেনরা। তেমনই আবার অন্যদিকে চলছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে নিয়ে তোড়জোড়। আর এই  তালিকায় এবার নাম লেখালেন অভিনেতা কপিল শর্মা। আগামী ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী জিন্নির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি।

[ডিসেম্বরে চারহাত এক হচ্ছে কপিল শর্মার, পাত্রীটি কে?]

পাঞ্জাবের জলন্ধরে জিন্নির বাড়িতে বসবে বিয়ের আসর। ইনস্টাগ্রামে নিজের বিয়ের কার্ড পোস্ট করে ভক্তদের থেকে আশীর্বাদ চেয়েছেন কমেডি কিং। বিয়ের কার্ডে লেখা রয়েছে, ‘‘হৃদয়ের আনন্দ ও গুরুজনদের আশীর্বাদকে সঙ্গী করে আমি ও জিন্নি ভালবাসা, সম্মান ও একত্রে পথচলার নতুন যাত্রা শুরু করতে চলেছি আগামী ১২ ডিসেম্বর।’’

Advertisement

এই ঘোষণা করে তিনি যে খুব আনন্দিত সে কথাও জানাতে ভোলেলনি। ১৪ ডিসেম্বর অমৃতসরে হবে কপিল-জিন্নির রিসেপশন। বলিউডের সহকর্মী ও বন্ধুবান্ধবদের জন্যও হবে বিশেষ রিসেপশন পার্টি। মুম্বইয়ে পার্টি হবে ২৪ ডিসেম্বর।

[অবশেষে গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করালেন কপিল শর্মা]

কপিল ও জিন্নির পরিচয় সেই কলেজ জীবনে৷ তখন থেকেই একে অপরকে পছন্দ করতেন তাঁরা৷ এর আগে দুজনকে একসঙ্গে ‘হাস বলিয়ে’ নামের একটি রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল৷ মঞ্চে তাঁদের কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের৷ যদিও তখন জানা ছিল না, ভিতর ভিতর প্রেম পর্ব শুরু হয়ে গিয়েছিল তাঁদের৷ নিজের কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে মুম্বইয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন কপিল৷ আর গার্লফ্রেন্ড থাকেন জলন্ধরে৷ তিনিই বাবার ব্যবসার দেখাশোনা করেন৷ ফলে এই লাভ বার্ডদের দেখা সাক্ষাৎ একটু কমই হয়৷ মাসকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ধুমধাম করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন কপিল শর্মা৷ এবার জানালেন বিয়ের কথা৷ তবে কানাঘুষো শোনা যায় ইতিমধ্যেই বাগদান পর্বও নাকি সেরে ফেলেছেন কপিল-জিন্নি৷ যদিও এ খবরের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement