Advertisement
Advertisement

Breaking News

ফের সংঘাতে কঙ্গনা-হৃতিক, এবার যুদ্ধ বক্স অফিসে

কেন জানেন?

Kangana Vs Hrithik: 'Manikarnika: The Queen Of Jhansi' to face 'Super 30'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 9:01 pm
  • Updated:July 21, 2018 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃতিক-কঙ্গনার তথাকথিত সম্পর্কের গল্প বলিউডি চিত্রনাট্যকেও যেন হার মানায়। দু’জনেই বলিউডে প্রতিষ্ঠিত। অথচ কাদা ছোঁড়াছুঁড়ির যে খেলায় মেতেছিলেন, তাতে সম্মানহানি বিস্তর হয়েছে। তিক্ততা আদালতের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। মাঝে কয়েকটা দিন বিষয়টি যেন একটু থিতিয়ে ছিল। কিন্তু ফের মাথাচাড়া দিয়ে উঠতে চলেছে বিতর্ক। ফের একবার সংঘাত লাগল বলে। এবার যুদ্ধের আবহ বক্স অফিসকে কেন্দ্র করে। কারণ খবর যা মিলেছে, তাতে একই দিনে মুক্তি পেতে চলেছে হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ এবং কঙ্গনা রানাউতের ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’।

গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে দেখা যাবে হৃতিককে। ‘সুপার থার্টি’ প্রোগ্রামের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া ৩০ জন পড়ুয়াকে শিক্ষা দিয়ে আইআইটি-র মতো পরীক্ষায় বসার যোগ্য করে তোলেন আনন্দ। আজও সাফল্যের সেই ধারা অব্যাহত রেখেছে তাঁর ‘সুপার থার্টি’। সে কাহিনিই এবার পর্দায় তুলে ধরতে চলেছেন হৃতিক। ছবির পরিচালক আবার কঙ্গনার ‘ক্যুইন’-খ্যাত বিকাশ বহেল। জানা গিয়েছিল, ২০১৯ সালের ২৫ জুলাই মুক্তি পাবে হৃতিকের নয়া ছবি।

Advertisement
[পালটে যাচ্ছে মুন্না ভাইয়ের ‘সার্কিট’! কাকে দেখা যাবে?]

এদিকে শনিবারই চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ টুইট করে জানান, কঙ্গনার ‘মণিকর্ণিকা’-ও সাধারণতন্ত্র দিবসের আগেই মুক্তি পাচ্ছে। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্র ফুটিয়ে তুলেছেন কঙ্গনা। পরিচালনায় বিখ্যাত দক্ষিণী পরিচালক কৃষ। অতীতের গৌরবগাথা নিয়ে ইতিমধ্যেই বেশ উৎসাহী দর্শকরা। আবার হৃতিকের ‘সুপার থার্টি’-ও বাস্তবের রূপকথার মতো। তাই তার বিষয়বস্তুও বেশ আকর্ষণীয়। এমনিতেই হৃতিক-কঙ্গনার সম্পর্ক তলানিতে। কেউ কারও ছায়াও মাড়িয়ে চলতে পছন্দ করেন না। কিন্তু বক্স অফিসে একই দিন দু’জনে নিজেদের ছবির জন্য বরাদ্দ করেছেন। ঘটনাক্রম যা দাঁড়াতে চলেছে, তাতে ভবিষ্যতের ভাগ্যে ফের যুদ্ধের কালো মেঘের আভাস মিলছে।

[সম্পর্কের টানাপোড়েন কি সত্যিই দেখাতে পারল ‘গহীন হৃদয়’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement