সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়োপিক এখন হটকেকের মতো বিকোচ্ছে। যারই বায়োপিক আসুক, রীতিমতো সাড়া ফেলে দিচ্ছে বক্স অফিসে। সম্প্রতি কঙ্গনা রানাউত অভিনীত ‘মণিকর্ণিকা’ই তার প্রমাণ। এবার আবার একটি বলিউড আনতে চলছেন কঙ্গনা। তবে এবার কিন্তু ডিরেক্টরস হ্যাট পরবেন না তিনি। শুধু অভিনয়ই করবেন। ছবির নাম ‘থালাইভি’।
রাজনীতিবিদদের নিয়ে সিনেমা করা এখন ভারতীয় চলচ্চিত্র নতুন ট্রেন্ড। শিবসেনা প্রধান বাল ঠাকরে আর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সিনেমা এর আগে হয়ে গিয়েছে। হয়েছে তেলুগু সুপারস্টার থেকে দুঁদে রাজনীতিবিদে উত্তীর্ণ এনটি রামা রাওয়ের বায়োপিকও। সামনে রয়েছে নরেন্দ্র মোদি আর রাহুল গান্ধীর বায়োপিকের মুক্তি। তালিকায় নতুন সংযোজন জয়ললিতার বায়োপিক। অবশ্য একে একশো শতাংশ নতুন বলা যাবে না। কারণ আম্মাকে নিয়ে যে বায়োপিক হবে, তার ঘোষণা মাস খানেক আগেই হয়ে গিয়েছিল। কিন্তু তখন স্থির ছিল জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান। কিন্তু শেষমেশ দেখা গেল শিকে ছিঁড়ল কঙ্গনার ভাগ্যে। আম্মার ভূমিকায় অভিনয় করবেন তিনিই।
[ মোদির বায়োপিকে ‘গীতিকার’! ক্রেডিটে নাম দেখে অবাক জাভেদ আখতার ]
ছবির নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। তামিল ভাষায় ছবির নাম হবে ‘থালাইভি’। হিন্দিতে ছবির নাম ঠিক হযেছে ‘জয়া’। শোনা যাচ্ছে তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। তবে সেই ভাষায় কী নাম হবে ছবির, তা এখনও জানা যায়নি। ছবিটি পরিচালনা করবেন বিজয়। ইতিমধ্যেই একাধিক হিট ছবি পকেটে পুরে নিয়েছেন তিনি। পরিচালক জানিয়েছেন, দেশের অন্যতম বিশিষ্ট নেতা। তাঁর জীবন নিয়ে সিনেমা বানানো দায়িত্বের মধ্যে পড়ে। কঙ্গনা রানাউতের মতো একজন গুণী অভিনেত্রী ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন, এতে তিনি গর্বিত।
ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি ‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা’ ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং। ছবি প্রসঙ্গে কঙ্গনা জানিয়েছেন, এই শতাব্দীতে জয়ললিতা একজন সফল মহিলা। তিনি সুপারস্টার। পরে তিনি রাজনীতিতে আসেন। সেখানেও তিনি সফল। তাঁর চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুশি।
[ সেলুলয়েডে লালবাহাদুর শাস্ত্রীর মুত্যুরহস্যের পর্দান্মোচন! কৌতূহল উসকে দিল পোস্টার ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.