Advertisement
Advertisement

পোশাকের ভিতর হাত ঢোকানোর চেষ্টা করে পরিচালক, বিস্ফোরক কঙ্গনা

#MeToo পদক্ষেপ নেওয়া উচিত, দাবি কঙ্গনার৷

Kangana Ranaut accuses 'Queen' director of sexual harassment
Published by: Sayani Sen
  • Posted:October 7, 2018 11:57 am
  • Updated:October 7, 2018 11:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তা প্রসঙ্গে মুখ খুলে আপাতত শিরোনামে অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ এবার একই অভিযোগে সরব কঙ্গনা রানাউত৷ অভিযোগ, ‘কুইন’ সিনেমার শুটিং চলাকালীন পরিচালক বিকাশ বহেল তাঁকে যৌন হেনস্তা করে৷ তাঁর অভিযোগ, ওই সিনেমার সেটে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আরও দুই মহিলার সঙ্গেও বেহেল একই কাণ্ড ঘটিয়েছে৷ কঙ্গনার পাশাপাশি ওই দুই তরুণীর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাংশ৷

২০১৪ সালে ‘কুইন’ ছবি দিয়েই বলিউডে নিজের জায়গা পাকা করেন কঙ্গনা রানাউত৷ তিনি বলেন, ‘‘শুটিং চলাকালীন ওই সেটে থাকা দুই তরুণী জানান, বিকাশ বেহেল তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে৷ যৌন হেনস্তা করার চেষ্টা করেছে৷’’ ওই দুই তরুণীর কথা বিশ্বাস করেন কঙ্গনা৷ বিকাশকে এ বিষয়ে জানানও তিনি৷ যদিও অভিযোগ খারিজ করে দেন বিকাশ৷ কিন্তু বিকাশের সঙ্গে কাজ করতে গিয়ে ওই দুই তরুণীর মতো তিনিও একই পরিস্থিতির মুখোমুখি হন বলেও অভিযোগ কঙ্গনার৷ তিনি বলেন, ‘‘একদিন শুটিং শেষ হওয়ার পর বিকাশ আমাকে জড়িয়ে ধরে৷ কাঁধে ও গলায় হাত বোলাতে থাকে৷ এমনকী আমার পোশাকের ভিতরেও হাত দেওয়ার চেষ্টা করে সে৷’’ এই ঘটনার প্রতিবাদে সরব হন কঙ্গনা৷ অভিনেত্রী বলেন, ‘‘প্রথমে ওই দুই তরুণী ও পরে নিজের সঙ্গে ঘটা যৌন হেনস্তার প্রতিবাদ করায় বিকাশ আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়৷ নতুন কোনও কাজে আমাকে রাখেনি৷’’ তবে বিকাশের এই ব্যবহারে তাঁর কিছুই যায় আসে না বলেও জানান কঙ্গনা৷ একের পর এক পরিচালক ও অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই উদ্বিগ্ন ‘কুইন’৷ #MeToo পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি৷ 

Advertisement

[তনুশ্রী ইস্যুতে অবশেষে মুখ খুললেন নানা পাটেকর]

যদিও ওই দুই তরুণীর পাশে দাঁড়িয়েছেন পরিচালকের একাংশ৷ বিকাশ বহেলের ‘কুকীর্তি’ সামনে আনার জন্য ওই মহিলাদের ধন্যবাদ জানিয়েছেন হনসল মেহেতা৷

[বন্ধ ফ্যান্টম ফিল্মস, একলা চলার বার্তা অনুরাগ কাশ্যপের]

[রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের কী বার্তা দিলেন ক্যানসার আক্রান্ত সোনালি?]

ওই তিন মহিলাকে সাহসী বলে উল্লেখ করে টুইট করেছেন পরিচালক ওনির৷

[তনুশ্রীর মতো অভিজ্ঞতা হয়েছিল স্বপ্নারও! কোন ঘটনার কথা বললেন অভিনেত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement