সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের মেয়েকে স্কুলে ভরতির সময় ফর্মে ধর্ম উল্লেখ করেননি তিনি৷ এই ছিল তাঁর ‘দোষ’৷ আর তাতেই এবার টুইটে সমালোচনার শিকার কমল হাসান৷ সম্প্রতি একটি টুইট করেন তিনি৷ নিজের টুইটার হ্যান্ডলে অভিনেতা লেখেন, ‘‘আমি মেয়েকে স্কুলে ভরতির সময় ফর্মে ধর্মের কলামটি ফাঁকা রেখেছি৷ এভাবেই পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে ধর্মীয় ভেদাভেদ মোছা সম্ভব৷ প্রত্যেকেরই এমন উদ্যোগ নেওয়া উচিত৷ যাঁরা ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে তাঁদের স্বাগত জানাই৷’’
I refused to fill in the caste&religion column in both my daughters’ school admission certificate.That’s the only way,it will pass on to the next generation.Every individual shld start contributing fr progress.Kerala started implementing the same.Those who do shld be celebrated https://t.co/DLdTubcfW1
— Kamal Haasan (@ikamalhaasan) June 30, 2018
কমল হাসানের টুইটের পরই শুরু হয় শোরগোল৷ অভিনেতা-রাজনীতিবিদ হাসানের এহেন সিদ্ধান্তকে ভাল চোখে দেখেননি নেটিজেনদের একাংশ৷ একটি টেলিভিশন শোয়ে অভিনেতার পুরনো এক সাক্ষাৎকার রিটুইট করা হয়৷ ওই শোয়ে নিজের ধর্মের কথা বলতে দেখা গিয়েছে অভিনেতাকে৷ তারপরেও কেন মেয়ের স্কুলে ভরতির ফর্মে ধর্মের কথা উল্লেখ করলেন না, টুইট করে কমল হাসানকে সে প্রশ্ন করা হয়৷ টুইটে তাঁকে বলা হয়, স্কুলে ভরতির ফর্মে ধর্মের কথা উল্লেখ না করলেই সমাজ থেকে ধর্মীয় ভেদাভেদ দূর হবে না৷ অভিনেতা-রাজনীতিকের অভিযোগ, স্কুলে ভরতির ফর্মে ধর্মের কথা উল্লেখ না করায় অনেকের থেকে হুমকিও পান তিনি৷
ইসলাম ধর্মাবলম্বী এক যুবককে বিয়ে করার পর পাসপোর্ট নিতে গিয়ে দিনকয়েক আগে চূড়ান্ত হেনস্তার শিকার হন লখনউয়ের হিন্দু ধর্মাবলম্বী তরুণী তনভি৷ ধর্ম নিয়ে পাসপোর্ট অফিসারের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে৷ টুইটে বিদেশমন্ত্রীর কাছে হেনস্তার কথা জানান তনভি৷ অভিযোগ পেয়েই ওই দম্পতির পাসপোর্টের বন্দোবস্ত করেন সুষমা স্বরাজ৷ টুইটে সুষমাকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে৷ টুইটে ভোটাভুটির বন্দোবস্ত করে রবিবারই তার পালটা জবাব দিয়েছেন সুষমা৷ সেই রেশ কাটতে না কাটতেই এবার নেটিজেনদের একাংশের টার্গেট কমল হাসান৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.