Advertisement
Advertisement

Breaking News

তেরোর গেরোয় সম্পর্ক ছেদ কমল-গৌতমীর

বাবার বিচ্ছেদের নেপথ্যে কেন উঠে আসছে শ্রুতির নাম?

Kamal Haasan, Gautami end 13-year relationship
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 5:13 pm
  • Updated:November 2, 2016 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলাকি থার্টিন৷ তেরোর গেরো পার হতে পারল না কমল হাসান ও গৌতমীর সম্পর্ক৷ দক্ষিণী অভিনেত্রী স্বয়ং নিজস্ব ব্লগে জানিয়েছেন, ১৩ বছরের সম্পর্ক ছেদের কথা৷

২০০৫ সাল থেকে একসঙ্গে থাকেন কমল হাসান ও গৌতমী তাডিমল্লা৷ তাহলে কেন এত বছর পর এই বিচ্ছেদ? এর দায় কারও উপর চাপাতে চাননি গৌতমী৷ তবে এই সিদ্ধান্ত তিনি একদিনে নেননি বলে জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী৷ অন্তত দুই বছর ধরে এই সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করেছেন তিনি৷ তারপর সিদ্ধান্ত নিয়েছেন৷ কারণ একদিন না একদিন চূড়ান্ত সিদ্ধান্ত মানুষকে নিতেই হয়৷ এমনটাই জানিয়েছেন গৌতমী৷

Advertisement

কমল হাসানের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি৷ তবে সূত্রের খবর, কমল-গৌতমের বিচ্ছেদের নেপথ্যে শ্রুতি হাসানের বড় ভূমিকা রয়েছে৷ শোনা গিয়েছে, কমল-শ্রুতির ছবি ‘সাবাশ নাইডু’র সেটে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সারিকা-কন্যা ও গৌতমীর মধ্যে৷ ছবির পোশাকের দায়িত্বে রয়েছেন গৌতমী৷ শ্রুতির জন্য যে লুক তিনি ঠিক করেছিলেন, তা নাকি পছন্দ হয়নি কমল হাসানের বড় মেয়ের৷ সেই থেকে মনোমালিন্যের সূত্রপাত৷ অবশ্য এক শ্রেণির দাবি, এমন কিছুই হয়নি৷ শুধু মতাদর্শের পার্থ্যকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement