Advertisement
Advertisement

টুইটারে ব্যক্তিগত জীবন নিয়ে নিন্দুকদের প্রত্যুত্তর কল্কির!

বলিউডে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে বহু৷ কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে লোকের চর্চার অভাব নেই৷ প্রথমে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর বিয়ে এবং তারপরে বিচ্ছেদ এবং ঠিক তারপরই অভিনেতা-পরিচালক ফারহান আখতারের সঙ্গে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে জলঘোলা৷ একের পর এক বিতর্ক তৈরি হয়েছে অভিনেত্রী কল্কি কোয়েচলিনকে নিয়ে৷

Kalki Koechlin's Classic Response to Rumours About Her Private Life
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 6:20 pm
  • Updated:May 31, 2016 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে বহু৷ কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে লোকের চর্চার অভাব নেই৷ প্রথমে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর বিয়ে এবং তারপরে বিচ্ছেদ এবং ঠিক তারপরই অভিনেতা-পরিচালক ফারহান আখতারের সঙ্গে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে জলঘোলা৷ একের পর এক বিতর্ক তৈরি হয়েছে অভিনেত্রী কল্কি কোয়েচলিনকে নিয়ে৷
সম্প্রতি এসবের বাইরে গিয়েও নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে নায়িকাকে কেন্দ্র করে৷ কানাঘুষো চলছে, কল্কি নাকি ‘নীরজা’ খ্যাত জিম সার্ভের সঙ্গে ডেটিং করছেন৷ ‘নীরজা’ ছবিতে পাকিস্তানি জঙ্গির ভূমিকায় জিমের অভিনয় দর্শকদের নজর কেড়েছিল৷ এবার সেই জিমকে নিয়েই বিতর্ক দানা বেঁধেছে কল্কির জীবনে৷

Untitled
এহেন পরিস্থিতিতে মুখ খুললেন কল্কি৷ এক আজব টুইট করলেন! টুইটের মাধ্যমে তিনি নিন্দুকদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন! তাঁর টুইট যেন নিন্দুকদের মুখে সপাটে চড়!
তিনি টুইটে লিখেছেন, “যদি মিডিয়ার সমস্ত তথ্যকে সত্যি বলে মানতে হয় তবে আমি এই মুহূর্তে, দু’জন পুরুষ এবং একজন মহিলার সঙ্গে ডেটিং করছি৷ আর আমার প্রাক্তন স্বামী আমায় এই কাজে সাহায্য করছেন!”
তাঁর এহেন টুইট নিন্দুকদের যে সমস্ত জল্পনার বিরুদ্ধে এক কড়া উত্তর, তা আর বলার অপেক্ষা রাখে না!
সত্যি অভিনেত্রীর বুদ্ধির তারিফ করতে হয়!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement