Advertisement
Advertisement

দুই চাকায় ভারত সফরে কল্কি, সঙ্গী একজনই

অনন্য অভিজ্ঞতার সেই ফ্রেমবন্দি মুহূর্তগুলো দেখলে চোখ সরাতে ইচ্ছে করবে না আপনার৷

Kalki Koechlin Travelled To The Northeast With Her Dad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2016 11:40 am
  • Updated:September 1, 2016 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার বার প্রথা ভেঙেছেন৷ নায়িকা নয়, অভিনেত্রী হতে চেয়েছেন হামেশা৷ তাই ছবিও করেছেন বেছে বেছে৷ তবে অভিনেত্রী ছাড়াও কল্কি কোয়েচলিনের অন্যান্য পরিচয় রয়েছে৷ ন্যাট্যকর্মী, সমাজসেবী থেকে কবি – বার বার ছকে বাঁধা জীবন ভেঙে বেরিয়ে এসেছেন কল্কি৷ এবারে বেরিয়ে পড়েছেন অজানাকে জানার নেশায়৷

1_1_1472638563_725x725

Advertisement

দেশের উত্তর-পূর্ব প্রান্তে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বলি বিউটি৷ সঙ্গে কল্কির বাবা জোয়েল৷ পেশায় ফটোগ্রাফার ও বাইকার জোয়েলই কল্কির এই সফরের অনুপ্রেরণা৷ বাবা-মেয়ে মিলে ভারতের উত্তর-পূর্ব প্রান্তের প্রায় ৪ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছেন৷

2_1_1472638654_725x725

বেসরকারি ট্রাভেল চ্যানেল ফক্স লাইফের জন্য এই সফরের বেরিয়েছেন কল্কি ও তাঁর বাবা৷ আর ফ্রেমবন্দি করেছেন জীবনের এই অনন্য অভিজ্ঞতাগুলোকে৷

504643870_1472638841_725x725

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement