Advertisement
Advertisement

Breaking News

এবার বলিউডের ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং পদ্ধতি নিয়ে সরব কালকি

'মারপিটের দৃশ্যের হলে, ঘনিষ্ঠ দৃশ্যের কোরিওগ্রাফি নয় কেন', প্রশ্ন অভিনেত্রীর।

Kalki Koechlin defends intimeat scene
Published by: Tanujit Das
  • Posted:November 17, 2018 7:02 pm
  • Updated:November 17, 2018 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যধারার ছবি করার পাশাপাশি, স্বতঃস্ফূর্ত ভাবে মনের ভাব প্রকাশের জন্যও বলিউডে বেশ চর্চিত নাম হয়ে উঠেছেন অভিনেত্রী কালকি কোয়েচলিন৷ যেকোনও বিষয়ে মনের গভীরে জমে থাকা ভাব বা তাঁর অভিজ্ঞতাকে বারবার অনুরাগীদের সামনে প্রকাশ করেছেন তিনি৷ এই স্বভাবের জন্য অনেকে তাঁকে ঠোঁট কাটা বললেও, তা কানে তোলেন না্ তিনি৷ নিজের এই স্বভাবকে ইউএসপি করেই অল্পদিনের মধ্যে বলিউডে একটা নিজস্ব জায়গা করে নিয়েছেন কালকি৷ এহেন কালকি আবারও মুখ খুললেন৷ প্রশ্ন তুললেন, বলিউডে অ্যাকশন সিনের কোরিওগ্রাফি হলে, ইন্টিমেট সিন, যাকে চলতি কথায় আমরা ‘রগরগে দৃশ্য’ বলে থাকি, সেগুলির কোরিওগ্রাফি হবে না কেন?

[সেলুলয়েডে এবার বিনয়-বাদল-দীনেশের রাইটার্স অভিযানের গল্প]

Advertisement

কালকি সরব হলেন, বলিউডে যেভাবে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং হয়, সেই পদ্ধতির বিরুদ্ধে৷ সম্প্রতি একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন তিনি৷ সেখানেই বলিউডের ঘনিষ্ঠ দৃশ্যগুলির শুটিং পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কালকি৷ উপস্থিত দর্শকদের সঙ্গে তিনি ভাগ করে নেন শুটিংয়ের এক ভয়ংকর অভিজ্ঞতা৷ জানান, “এমন অভিনেতার সঙ্গে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে হয়েছে, যাঁর ঠোঁট কামড়ানোর আগে পর্যন্ত আমি তাঁকে চিনিতামই না, তাঁর সঙ্গে আমার কোনও পরিচয় ছিল না৷ এমন পরিস্থিতি তৈরি হলে অভিনয়স্বত্তা সঠিক ভাবে পরিস্ফূট হতে পারবে না৷ দু’জন অভিনেতার মধ্যে এভাবে বোঝাপড়া গড়ে উঠতে পারে না৷” এরপরেই তিনি প্রশ্ন করেন, “যখন আমরা একটা সিনেমায় মারপিটের দৃশ্য শুটিং করি, তখন তা কোরিওগ্রাফ করা হয়৷ কেউ ভুল করেও একটা অতিরিক্ত ঘুসি মারতে পারে না৷ তবে ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে তেমনটা হয় না কেন?” 

[জানেন, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির অফার প্রথম কার কাছে এসেছিল?]

সম্প্রতি বলিউডে ঝড় তুলেছে #MeToo বিতর্ক৷ অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ সেই থেকেই বলিউডে মাথাচাড়া দেয় এই বিতর্ক৷ এরপর থেকে একের পর এক অভিনেত্রীরা নামীদামি পরিচালক, প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তা বা শ্লীলতাহানির অভিযোগে মুখ খোলেন৷ এই তালিকা থেকে বাদ পড়েননি কালকি কোয়েচলিন৷ বলিউডের বহু পুরনো রোগ ‘কাস্টিং কাউচ’-এর বিষয়ে তখন সরব হন তিনি৷ অভিযোগ করেন, বলিউডে পা রাখার পর তাঁকেও কুপ্রস্তাব দেওয়া হয়৷ কিন্তু তা কোনওক্রমে এড়িয়ে যান তিনি৷ এখানেই শেষ নয়, ছোটবেলায় তাঁর সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বিষয়েও মুখ খোলেন ‘ডি-ডে’ খ্যাত এই অভিনেত্রী৷ তবে দুইক্ষেত্রেই নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement