সংবাদ ডিজিটাল ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অনেকেই৷ চোখের দেখা পেলে তো কথাই নেই৷ আবার কেউ কেউ সেলিব্রিটিদের সঙ্গে সোশ্যাল সাইটে যোগাযোগ রাখেন৷ অনেকে আবার সেলিব্রিটিদের মোবাইল নম্বর জোগাড় করার জন্য ব্যস্ত হয়ে থাকেন৷ সেক্ষেত্রে বড়সড় বিপত্তি ঘটিয়েছেন অজয় দেবগণ নিজেই৷ আচমকাই কাজলের নম্বর টুইট করেন তিনি৷ এরপর পালটা টুইট করেন কাজলও৷ রাগী মুখের ইমোজিতে প্রকাশ পেয়েছে যে স্বামীর এই কাজে বেশ বিরক্ত তিনি৷
অজয় দেবগন কেলেঙ্কারি ঘটিয়েছিলেন গত রবিবার৷ তিনি ওইদিনই স্ত্রীর মোবাইল নম্বর টুইট করেন৷ সঙ্গে তিনি লেখেন, কাজল এখন ভারতে নেই৷ তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করুন৷ একথা লেখার পাশাপাশি মোবাইল নম্বরটিও উল্লেখ করেন তিনি৷ ব্যস, তাতেই শুরু হয়ে যায় শোরগোল৷ অজয়ের টুইটারে শেয়ার করা নম্বর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়৷ রসিকতা করতেও ছাড়েননি নেটিজেনরা৷ কেউ কেউ বলে বসেন অজয়ের নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে৷ আবার কারও কারও বক্তব্য, কাজলের এই মুহূর্তেই ওই নম্বরটি সুইচড অফ করে দেওয়া৷ নেটিজেনদের একাংশ অবশ্য অতি সাবধানী৷ তাঁদের মতে, ওই নম্বরটি নাকি কখনওই আর কাজলের ব্যবহার করা উচিত নয়৷ ওই নম্বরটি ব্যবহার করলে তাঁকে মাঝে মধ্যে অনুরাগীরা বিরক্ত করতে পারেন৷ রাতভর একের পর এক নেটিজেনদের মতামত দেখে দেখে ক্লান্ত হয়ে যান অজয়৷ নিজের কেলেঙ্কারি ঢাকতে টুইটটিও ডিলিট করেছেন তিনি৷ আপাতত আর অজয়ে টুইটার হ্যান্ডেলে স্ত্রীর মোবাইল নম্বর দেওয়া টুইটটি দেখা যাচ্ছে না৷
‘হেলিকপ্টার এলা’ ছবির কাজেই আপাতত ব্যস্ত রয়েছেন কাজল৷ হাজারও কাজের ব্যস্ততা৷ তারই মাঝে একে তো সোশ্যাল মিডিয়ায় তাঁর নম্বর ফাঁস করে দিয়েছেন অজয়৷ আবার তার উপর নেটিজেনদের বিদ্রুপ৷ সব মিলিয়ে অজয়ের উপর বেজায় চটেছেন ‘হোম মিনিস্টার’ কাজল৷ রীতিমতো অগ্নিশর্মা তিনি৷ অজয়ের সোশ্যাল সাইটে কেলেঙ্কারির জবাব টুইটেই দেন কাজল৷ গোটা ঘটনার জন্য তাঁকে উত্তর দিতে হবে বলেও টুইটে উল্লেখ করেন অভিনেত্রী৷
Looks like your pranks are out of the studios now… But there is No Entry for them at home! 😡 https://t.co/BJsBKW5jjD
— Kajol (@KajolAtUN) September 25, 2018
রূপোলি জগতের গুঞ্জনের আঁচ কোনওদিনই ছুঁতে পারেনি অজয় দেবগণকে৷ কাজলের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনও বেশ সুখের৷ কিন্তু কেন এমন সোশ্যাল সাইটে কেলেঙ্কারি ঘটালেন অজয়, তা এখনও জানা যায়নি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.