Advertisement
Advertisement

সুস্থ আছেন কাদের খান, মৃত্যুর গুজব ওড়ালেন ছেলে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভুয়ো খবর৷

 Kader Khan's son Sarfaraz quashes death rumours of Actor
Published by: Tanujit Das
  • Posted:December 31, 2018 8:57 am
  • Updated:December 31, 2018 8:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার হাসপাতালে সুস্থ আছেন কাদের খান৷ মৃত্যুর গুজব উড়িয়ে জানালেন অভিনেতার পুত্র সরফরাজ খান৷ সংবাদ সংস্থা পিটিআই-কে রবিবার রাতে তিনি বলেন, ‘‘সব মিথ্যা৷ গুজব৷ আমার বাবা হাসপাতালে রয়েছেন৷’’ তিনি জানান, এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে অনেক ভাল রয়েছেন৷ স্পেশ্যাল ভেন্টিলেশন থেকে তাঁকে রেগুলার ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷

[ফিরে দেখা ২০১৮: টলিউড মাত করল কম বাজেটের ছবিগুলিই]

Advertisement

রবিবার হঠাৎ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ তবে এটা যে নিতান্তই গুজব তা স্পষ্ট করলেন তাঁর ছেলে৷ নিউমোনিয়ায় ভুগছেন কাদের খান৷ আচমকা শ্বাসকষ্ট শুরু হওয়ায় গত সপ্তাহে আশঙ্কাজনক অবস্থায় কানাডার একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷ দীর্ঘদিনের সহ-অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার টুইট করেন মেগাস্টার অমিতাভ বচ্চন৷ তিনি লেখেন, ‘‘কাদের খান…এক অনবদ্য প্রতিভা…হাসপাতালে চিকিৎসাধীন তিনি…তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি৷’’

[নির্ঝঞ্ঝাট-সমান্তরাল জীবনের বাইরেও একটা ‘ভুবন’ আছে, দেখিয়েছিলেন মৃণাল সেন]

বেশ কয়েকবছর আগে অভিনয় জগত থেকে ছুটি নিয়েছেন কাদের খান৷ তারপরই দেশ ছেড়ে কানাডায় চলে যান অভিনেতা৷ ছেলে সরফরাজ এবং পুত্রবধূ সহিস্তার সঙ্গে আপাতত কানাডায় রয়েছেন তিনি৷ ২০১৭-তে একবার অসুস্থ হয়ে পড়েন। ওই সময় থেকেই হাঁটতে চলতে গেলে অসুবিধার মধ্যে পড়তে হয়। শুধু তাই নয়, তারপর থেকে কারও সহযোগিতা ছাড়া তিনি হাঁটাচলা করতে পারেন না৷ কয়েকদিন আগে তাই হাঁটুতে একটি অস্ত্রোপচার হয় তাঁর৷ প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি নামে একটি দুরারোগ্য রোগে ভুগছেন অভিনেতা৷ সঙ্গে রয়েছে ডায়াবেটিস৷ এছাড়াও বার্ধক্যজনিত আরও কিছু রোগ রয়েছে৷ ইদানীং ক্রমশ জবুথবু হয়ে পড়েছিলেন কাদের খান৷ হাঁটতে ভয় পেতেন৷ ঠিকমতো কিছু মনে রাখতেও পারতেন না তিনি৷ দৃষ্টিশক্তি কমে গিয়েছিল তাঁর৷ সব মিলিয়ে গত সপ্তাহে শারীরিক অবস্থার খুব অবনতি হয় তাঁর৷ ফলে ভরতি করা হয় হাসপাতালে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement