Advertisement
Advertisement
Kabali

মুক্তির দিনেই রজনীর ‘কাবালি’ পেরোল ২৫০ কোটি

রজনী ম্যানিয়ায় আক্রান্ত গোটা দেশ...

Kabali BO: Rajinikanth film smashes all records to collect Rs 250 crore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2016 10:13 pm
  • Updated:June 27, 2019 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সুপারস্টার’ রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ প্রথম দিনেই অন্যান্য সমস্ত সিনেমাকে পিছনে ফেলে দিল ব্যবসার নিরিখে৷ প্রথম দিনেই থালাইভার নতুন ছবি আয় করল ২৫০ কোটি টাকা৷

মুক্তির  আগেই ‘সুলতান’-কে টেক্কা দিল ‘কাবালি’!

রিলিজের আগেই সলমন খানের ‘সুলতান’-কে ধরাশায়ী করে এখনও পর্যন্ত রেকর্ড আয় করে ফেলেছে রজনীকান্তের নতুন ছবি৷ আগাম বুকিং শুরু হতেই মাত্র দু’ঘণ্টায় বিক্রি হয়ে গিয়েছিল থালাইভার নতুন ছবির প্রথম তিন দিনের সব টিকিট৷

Advertisement

তামিল ভাষার সিনেমাটি শুধু তামিলনাড়ুতেই আয় করেছে ১০০ কোটি টাকা, জানিয়েছেন প্রযোজকরা৷ সিনেমাটি একই সঙ্গে মুক্তি পেয়েছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, শ্রীলংকা, ডেনমার্ক, হল্যান্ডেও৷

বিমানও ‘কাবালি’-স্পেশ্যাল, উড়ানে বিশেষ থিমড মেনু!

এক বিবৃতিতে একথা জানিয়ে প্রযোজকরা বলেছেন, ৮-১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কাবালি৷ আমেরিকাতে অন্তত ৪৮০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি৷ ছবির প্রযোজক কলাইপুরি থানুর দাবি, “কোনও ভারতীয় অভিনেতার জন্য এরকম উন্মাদনা দেশে আর কখনও দেখা যায়নি৷ এতেই প্রমাণিত হয় রজনীই দেশের একমাত্র সুপারস্টার৷”

গত শুক্রবার ‘কাবালি’ মুক্তির দিন চেন্নাই, বেঙ্গালুরু আর মেঙ্গালুরের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয়। বেশ কিছু অফিসে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “২২ জুলাই সুপারস্টার রজনীর ‘কাবালি’ ছবির মুক্তি উপলক্ষে একটি বিশেষ ছুটি ধার্য করেছে কর্তৃপক্ষ।”

মুক্তির আগেই ২০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘কাবালি’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement