Advertisement
Advertisement

Breaking News

এবার এক মঞ্চে তুফান তুলবেন জাস্টিন বিবার-সানি লিওন!

জল্পনা তুঙ্গে!!!

Justin Bieber, Sunny Leone to rock the stage together
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 2, 2017 11:26 am
  • Updated:March 2, 2017 11:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মে মাসেই ভারতে আসছেন পপ সেনসেশন জাস্টিন বিবার। ১০ মে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শো করবেন তিনি। শোনা যাচ্ছে, সেই একই মঞ্চে দেখা যেতে পারে বলিউডের বম্বশেল সানি লিওনকে। জাস্টিনের গানের তালে পা মেলাতে পারেন বিটাউনের এই লাস্যময়ী।

এবার বিমানেও সুস্বাদু লাগবে বিয়ার

Advertisement

সূত্রের খবর, ইতিমধ্যেই উদ্যোক্তারা বিষয়টি নিয়ে সানির সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন। একই অনুষ্ঠানের জন্য কথা বলা হয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও। যদিও এঁদের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সবটাই কানাঘুষো।

বিবাহযোগ্যা পাত্রীদের নিয়ে তোলপাড় পাক সোশ্যাল মিডিয়া

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অর্জুন জৈন জানান, “ইতিমধ্যেই আমরা বেশ কিছু নামি তারকার কাছ থেকে কনফারমেশন পেয়ে গিয়েছি। আলিয়া, বরুণ, সিদ্ধার্থকে আমরা প্রথম থেকেই এই অনুষ্ঠানের জন্য ভেবেছি। তবে এখনও সবটা নিয়েই পরিকল্পনা চলছে।”

অ্যাপোলোর সিইও পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু

সানি লিওনকে নিয়ে উদ্যোক্তারা কোনও ইঙ্গিত দিচ্ছে না ঠিকই। কিন্তু, খবরটা পুরোপুরি হাওয়ায় উড়িয়েও দেওয়া যাচ্ছে না। শুধু ভারত নয়, দেশের বাইরে সানির লাস্যের ভক্ত নেহাত কম নয়। সেক্ষেত্রে জাস্টিন-সানিকে এক মঞ্চে আনা গেলে মন্দ হয় না, তা বেশ জানেন উদ্যোক্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement