Advertisement
Advertisement

প্রকাশ্যে বান্ধবীর সঙ্গে যৌনমিলনে মত্ত পপস্টার

রীতিমতো হাসির খোরাক হয়েছেন এই পপস্টার৷

Justin Bieber & His Girlfriend Spotted “Having Sex” In Public!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2016 5:04 pm
  • Updated:July 13, 2018 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই নিজের বিভিন্ন আজব কাণ্ড-কারখানার জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন পপস্টার জাস্টিন বিবার৷ গত কয়েকদিন ধরে নিজের নতুন প্রেমিকা সোফিয়া রিচির ছবি তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে আপলোড করে বিতর্ক তৈরি করেছিলেন৷ তাঁর প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজ পর্যন্ত জাস্টিনের এই নয়া প্রেম নিয়ে অতিরিক্ত মাতামাতি দেখে মুখ খুলেছিলেন৷ আর এরপরেই নিজের জীবনের প্রাইভেসি রক্ষা করতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে বিদায় নেন তিনি৷

কিন্তু বিতর্ক এড়াতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছাড়লেও, বিতর্ক তাঁর পিছু ছাড়ল না৷ এবার প্রকাশ্যে যৌন সঙ্গমের সময় ধরা পড়লেন জাস্টিন এবং তাঁর অষ্টাদশী প্রেমিকা৷

Advertisement

সম্প্রতি তিনি এবং তাঁর প্রেমিকা সোফিয়া নিভৃতে সময় কাটাচ্ছিলেন৷ আর সেই সময় কাটাতে গিয়েই দু’জন যৌনতায় মেতে উঠেছিলেন৷ আর তাঁদের সেই মুহূর্তই ধরা দিল ক্যামেরায়৷ সুইমিং পুলের ধারে দু’জনের এমন অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধরা পরতেই আবার নতুন করে মাথাচারা দিয়েছে বিতর্ক৷ রীতিমতো হাসির খোরাক হয়েছেন এই পপস্টার৷

আপনারাও দেখে নিন সেই ছবি:

justin2

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement