Advertisement
Advertisement

Breaking News

হরর ফিল্মের মতোই ভয় দেখাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড ২’

দুষ্টু লোকেরা ডাইনোসর দিয়ে তৈরি করবে সেনাবাহিনী৷ তার পর?

Jurrasic World 2 Will Be Full Of Horror, Director Says
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 3:13 pm
  • Updated:October 23, 2016 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনও তো হতে পারে পৃথিবীর কোনও না কোনও প্রান্তে কেউ না কেউ আদিম প্রাণী ডাইনোসর নিয়ে চর্চা করছেন! টি-রেক্স, ভেলোসিব়্যাপটরের মতো হিংস্র প্রাণীর ক্লোন বানাচ্ছেন–জুরাসিক পার্ক সিরিজের চতুর্থ ছবি জুরাসিক ওয়ার্ল্ডে বলেছিলেন ড. হেনরি উ্য (এঁর তৈরি ক্লোনড ডাইনোসরেদের নিয়েই তৈরি হয় জুরাসিক পার্ক)৷
ইন জেন সংস্থার সেই জিন বিশেষজ্ঞের আশঙ্কাই সত্যি হতে চলেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড ২’ ছবিতে৷
২০১৮ সালে মুক্তি পেতে চলেছে ছবিটি৷ জুরাসিক সিরিজের অ্যানিমেশন সুপারভাইজার গ্লেন ম্যাকিনটশ জানিয়েছেন, আর শুধুই বাচ্চা ছেলেমেয়েদের পিছনে ছুটে ভয় দেখাবে না ডাইনোসরেরা৷ নতুন ছবিতে আরও গায়ে কাঁটা দেওয়া কার্যকলাপ করতে চলেছে তারা৷ দুষ্টু লোকেরা ডাইনোসর দিয়ে তৈরি করবে সেনাবাহিনী৷ আর তারপরে সেই সব দুষ্টু ডাইনোসরেরা তাণ্ডব চালাবে ছবি জুড়ে৷
ম্যাকিনটশের কথায়, সেই একঘেয়ে পার্কে তাড়া করে বেড়ানো অনেক হয়েছে৷ তাই এবার জুরাসিক পার্ক সিরিজের পঞ্চম ছবিটিকে আরও ভয়ানক বানাতে বদ্ধপরিকর স্পিলবার্গ এবং কলিন ট্রেভরো জুটি৷ দু’জনেই এক সময়ে এই সিরিজের ছবির নির্দেশনা দিয়েছেন৷ প্রথম দু’টি ছবিতে পরিচালক ছিলেন স্পিলবার্গ৷ কলিন ট্রেভরো পরিচালনা করেন জুরাসিক ওয়ার্ল্ড ছবিটি৷ এবার তাঁরা ছবিটি পরিচালনার জন্য বেছে নিয়েছেন হরর ছবি তৈরির জন্য বিখ্যাত স্প্যানিশ পরিচালক জে এ বায়োনাকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement