Advertisement
Advertisement

Breaking News

টুইটে মশকরা করার কী জবাব দিলেন জুনিয়র বচ্চন

ভাল অভিনেতা হওয়ার আশা একেবারে নেই তা নয়৷

Junior bachhan gives an apt reply to Aditi mittal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 9:25 pm
  • Updated:September 10, 2020 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কম বেশি সবারই চোখে পড়ে জুনিয়র বচ্চনকে নিয়ে রসিকতা৷ অদিতি মিত্তল নামের এক কৌতুকাভিনেতা সম্প্রতি তাঁর পোস্টে অভিষেককে নিয়ে রসিকতা করেন৷ অভিষেকও অবশ্য তার যথাযথ উত্তর দিয়েছেন তাঁকে৷ কিন্তু শান্ত স্বভাবের এই অভিনেতা ঠিক কি উত্তর দিলেন?

ওই কমেডিয়ান তাঁর পোস্টে লেখেন, ঐশ্বর্য রাই একটি গাছকে বিয়ে করেন পরবর্তীকালে একজন পাথরকে বিয়ে করার জন্য৷ স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে জুনিয়র বচ্চনের অভিনয় দক্ষতার দিকেই আঙুল তুলেছেন অদিতি৷ অবশ্য তিনি পোস্টের শেষে সরাসরি প্রশ্নই করেছেন “অভিষেক অভিনয় পারে না, তাই না?”

Advertisement

তবে এই পোস্ট দেখে মোটেই চোটে যাননি অভিষেক৷ উপরন্তু বেশ ঠান্ডা মাথায় অদিতিকে বলেছেন যে, তাঁর প্রশ্নই বলে দিচ্ছে অভিষেক অভিনয়ে অক্ষম সেটা নিয়ে কিন্তু অদিতির মনেও সংশয় রয়েছে৷ অতএব ভাল অভিনেতা হওয়ার আশা একেবারে নেই তা নয়৷

অভিষেকের রসবোধে একপ্রকার নতিস্বীকার করেছেন অদিতি মিত্তল৷ এই পুরো কথোপকথনের শেষে তিনি নিজেই অভিষেক বচ্চনকে ‘রকস্টার’ বলে স্বীকার করেছেন৷

জুনিয়র বচ্চন যে অভিনয়ের পাশাপাশি রসিকতাতেও বেশ পারদর্শী তা বোঝাই যাচ্ছে৷ সমালোচনা সামলানোর মত দক্ষতাও যে তাঁর আছে তাও প্রমাণিত৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement