Advertisement
Advertisement

Breaking News

টলিউডের ‘আকাশ অংশত মেঘলা’, ব্যাপারটা কী?

কী বলছেন রুদ্রনীল-রাহুল-বাসবদত্তা?

Joydeep Mukherjee's next directorial ‘Akash Ongshoto Meghla’
Published by: Sayani Sen
  • Posted:March 7, 2019 5:17 pm
  • Updated:March 7, 2019 8:14 pm  

কর্মহীন জীবনের হাসি-কান্নার গাথা ‘আকাশ অংশত মেঘলা’। লিখছেন সোমনাথ লাহা

বদলে যাওয়া সমাজজীবনে আর্থ-সামাজিক সমস্যার প্রেক্ষিতও বেশ পালটে গিয়েছে। তবে গ্লোবালাইজেশন যতই আসুক না কেন সমাজের নিম্নস্তরের সমস্যা এখনও একইরকম রয়ে গিয়েছে। সমাজের প্রান্তিক মানুষ কিংবা মধ্যবিত্ত পরিবারই হোক না কেন দুর্মুল্যের এই বাজারে প্রত্যেকেই বোঝেন চাকরির মর্ম। তাই যখন কোনও ব্যক্তি কর্মহীন হয়ে পড়েন বা বেকার হয়ে যান তাঁর সঙ্গে একটা অন্ধকার জীবনের দিকে এগিয়ে যায় একটা গোটা পরিবারও। কর্মহীন জীবনের এহেন দুর্দশাকেই এবার সেলুলয়েডের আঙিনায় ফুটিয়ে তুলছেন নতুন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। ছবির নাম ‘আকাশ অংশত মেঘলা’। স্বপ্নময় চক্রবর্তীর লেখা দু’টি ছোটগল্প ‘পতাকার কাপড়’ ও ‘মেরুদণ্ড’- অবলম্বনে এই ছবির চিত্রনাট্যের বুনন ঘটিয়েছেন পরিচালক।

Advertisement

[আর্টিকল ১৫-এর জালে আয়ুষ্মান খুরানা, কোন অপরাধে?]

প্রসঙ্গত, ছবির নামটির মধ্যেও রয়েছে রেডিও তথা বেতারে শোনা আবহাওয়া বার্তার সেই চেনা-পরিচিত সিগনেচার। ছবির কাহিনির প্রেক্ষাপট বন্ধ কলকারখানার শ্রমিকদের জীবনের রোজনামচা ও তাঁদের পরিবারকে কেন্দ্র করে। রসময় বাগচি চটকলের কর্মী। কারখানা লকআউটের ফলে চাকরি খোয়া গিয়েছে তাঁর। পরিবারকে নিয়ে তাঁর অবস্থা রীতিমতো শোচনীয়। ট্রেড ইউনিয়নের কর্মী রসময় আন্দোলনে জড়িয়ে পড়লেও তাঁর কারখানার জমি এক সময় বিক্রি হয়ে যায়। সেখানে শুরু হয় রাজনৈতিক কর্মকাণ্ড। অপরদিকে রয়েছে অনির্বাণ সরকার নামে এক তরুণ। অনির্বাণের বাবাও কারখানার শ্রমিক। কিন্তু সেই কারখানাও বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অনির্বাণকে সংসারের হাল ধরতে চাকরির সন্ধানে নামতে হয়। কিন্তু দুর্নীতির পাকেচক্রে সমস্ত দরজাই বন্ধ হওয়ায় চাকরি জোটাতে ব্যর্থ হয় সে। এমনকী অনির্বাণের প্রেমিকা আনন্দীর বাড়ির দিকে থাবা বসাতে চায় প্রোমোটার। সেই সমস্যাতেও জড়িয়ে পড়ে সে। এমতাবস্থায় এক সময় দেখা হয় রসময় ও অনির্বাণের। একই বাসের দুই সহযাত্রীর কথোপকথনে উন্মোচিত হয় বৃহৎ সত্য। কী সেই সত্য? উত্তর মিলবে ছবির পর্দায়।

[বিয়ের মরশুমে অভিনব ওয়েব সিরিজ নিয়ে হাজির দুই মহিলা পরিচালক]

ছবিতে রসময়ের চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ। অনির্বাণের ভূমিকায় রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। রসময়ের স্ত্রী আলপনার চরিত্রে দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে। অনির্বাণের প্রেমিকা আনন্দীর চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন রুমকি চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, দামিনী বেণী বসু, শঙ্কর দেবনাথ ও প্রসূন গায়েন। আইডিয়া ফ্রেমস প্রোডাকসন্স প্রযোজিত এই ছবির শুটিং আপাতত জোরকদমে চলছে কলকাতার বিভিন্ন লোকেশনে। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে মুক্তি পেতে পারে এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement