Advertisement
Advertisement

Breaking News

১০০ কোটির ক্লাবে ‘জলি এলএলবি-২’, রোখা যাচ্ছে না অক্ষয়কে

মুক্তির ১২ দিনের মধ্যেই এই কৃতিত্ব অর্জন করল সিনেমাটি।

Jolly LLB 2 makes entry into 100 crore club
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 22, 2017 2:43 pm
  • Updated:October 27, 2020 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি-২’। আর মুক্তির ১২ দিনের মাথাতেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল সিনেমাটি। বুধবার টুইট করে ফিল্ম সমালোচক তরন আর্দশ একথা জানিয়েছেন। এরপরেই ছবির প্রশংসায় একের পর এক শুভেচ্ছায় ভরে যায় টুইটার। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে যায়, ‘জলি হিটস সেঞ্চুরি’ কথাটি।

সিনেমায় জগদীশ ওরফে জলি মিশ্রর ভূমিকায় অভিনয় করেন অক্ষয়। এছাড়া অভিনয় করেন সায়নী গুপ্ত, অনু কাপুর, হুমা কুরেশি প্রমুখরা। পরিচালক সুভাষ কাপুর। এটিই তাঁর প্রথম ছবি, যেটি ১০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছে। এর আগে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল আরশাদ ওয়ারশি, বোমান ইরানি অভিনীত জলি এলএলবি। এই সিনেমাটি সেটিরই সিক্যুয়েল। তরন আদর্শের ঘোষণার পরে অনেকেই টুইট করে অক্ষয়ের প্রশংসা করতে থাকে।

রুস্তম, হাউসফুল-থ্রি এবং এয়ারলিফ্টের পর অক্ষয়ের এই সিনেমাটিও বক্স-অফিসে দুর্দান্ত ব্যবসা করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement