Advertisement
Advertisement

Breaking News

‘বাটা’কে খাটো করে বিপাকে ‘জলি এলএলবি ২’

বক্স অফিসের এজলাসে ওঠার আগেই আসল আদালতে মামলার মুখে ‘জলি’৷

Jolly LLB 2 lands in legal soup
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 7:43 pm
  • Updated:October 27, 2020 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের এজলাসে মামলা ওঠার আগেই আসল আদালতে মামলার মুখে ‘জলি এলএলবি ২’৷ অক্ষয় কুমার-সহ ছবি নির্মাতাদের আইনি নোটিশ পাঠালো জনপ্রিয় জুতো কোম্পানি বাটা৷ অভিযোগ, ছবিতে বাটা ব্র্যান্ডকে খাটো করে দেখানো হয়েছে৷

দিন পাঁচেক আগে মুক্তি পায় অক্ষয়ের নতুন ছবির ট্রেলার৷ আদালতের সেই টক-ঝল-মিষ্টি কাহিনি দর্শকদের ভালই পছন্দ হয়েছিল৷ বাটা আপত্তি তুলেছে ট্রেলারের সেই দৃশ্যে যেখানে অন্নু কাপুর অক্ষয়কে বলেন, বাটার জুতো ও টেরিকটের শার্ট পরে কীভাবে সে তাঁর সঙ্গে লড়তে আসে৷ এতেই ঐতিহ্যবাহী ব্র্যান্ডটিকে খাটো করা হয়েছে বলে অভিযোগ সংস্থার৷ যার জেরে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে৷

Advertisement

ছবির নির্মাতাদের পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে অক্ষয় কুমার, অন্নু কাপুর ও ইউটিউবকেও৷ সংস্থার দাবি, ব্যক্তিগতভাবে ক্ষমা তো চাইতেই হবে একই সঙ্গে বড় খবরের কাগজগুলিতে ক্ষমা প্রার্থনা লিখিত আকারে প্রকাশ করতে হবে৷ ট্রেলার এবং ছবি থেকে অবশ্যই আপত্তিকর দৃশ্যটি বাদ দিতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement