Advertisement
Advertisement

‘বস ২’-এর পোস্টারে নয়া চমক, টলিউডে এমনটি আগে ঘটেনি

শুক্রবারই আসছে ছবির ট্রেলার।

Jeet's upcoming movie 'Boss 2' comes up with 360 degree poster in Facebook
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 11, 2017 1:56 pm
  • Updated:May 12, 2017 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর ইদে স্বমহিমায় বড়পর্দায় ফিরবেন টলিউডের ‘বস’। মুক্তি পাবে জিৎ অভিনীত বস ছবির সিক্যুয়েল ‘বস ২’। আর তার আগে সিনেপ্রেমীদের দারুণ সারপ্রাইজ দিলেন টলিপাড়ার অভিনেতা।

[বাস্তব থেকে অনুপ্রাণিত ছবি কাল্পনিক হতে পারে? শহরে এসে প্রশ্ন ইরফানের]

বাংলা ছবির ইতিহাসে যা আগে কখনও ঘটেনি, সেটাই এবার দর্শকদের সামনে তুলে ধরলেন ছবির নির্মাতারা। কী সেই সারপ্রাইজ? প্রথমবার প্রকাশিত হল ৩৬০ ডিগ্রি পোস্টার। যেখানে অ্যাংরি ইয়ং ম্যান জিৎ ওরফে বসকে দেখা যাচ্ছে। এই ছবির ডিজিটাল পার্টনার Klarus media, যাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সেই পোস্টার। প্রসঙ্গত, Klarus media কলকাতার ডিজিটাল মহলে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। যা ইতিমধ্যেই দারুণ পছন্দ হয়েছে জিৎ ভক্তদের। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। যেখানে জিতের রোম্যান্টিকতাকে ছাপিয়ে গিয়েছে বস-এর গাম্ভীর্য। সংলাপ আর অ্যাকশনে টানটান ছবির সিক্যুয়েল।

Advertisement

বলিউডের মতো এখন টলিউডেও সিক্যুয়েলের ট্রেন্ড শুরু হয়েছে। ‘গোলমাল’, ‘মস্তি’, ‘বাহুবলী’র মতো টলি পাড়াতেও দেখা গিয়েছে ‘ক্রস কানেকশন টু’, ‘পাগলু টু’ ছবিগুলি। সেসব ছবি বক্স অফিসে ভাল ব্যবসাও করেছে। এবার সিক্যুয়েলে ফিরতে চলেছেন টলি অভিনেতা জিৎ। ২০১৩ সালে তাঁর ‘বস’ ছবিটি মোটা অঙ্কের ব্যবসা করেছিল। তাই এবারের ছবি নিয়েও বেশ আশাবাদী পরিচালক বাবা যাদব। পরিচালক জানিয়েছিলেন, ‘বস: বর্ন টু রুল’ ছবিটি ঠিক যেখানে শেষ হয়েছিল, ‘বস ২’-এর গল্প সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ আগের ছবির সঙ্গে এর যোগাযোগ খুঁজে পাবেন দর্শকরা। এর কাহিনি কোনও দেশি বা বিদেশি ছবি থেকে নেওয়া নয় বলেও জানিয়েছেন। ‘বস’-এর সিক্যুয়েলে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

[‘বাহুবলী’-কে হারাতে এবার আসছে ‘ছত্রপতি শিবাজি’]

একই সময় মুক্তি পাবে সুপারস্টার দেবের ‘চ্যাম্প’ও। দুই ছবির লড়াইয়ে কে বক্স অফিসে বাজিমাত করেন, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement