Advertisement
Advertisement

আবারও বড়পর্দায় ফিরতে চলেছে জিৎ-কোয়েলের রোমান্স

কোন ছবিতে দেখা যাবে দু’জনকে?

Jeet and Koel to pair up again
Published by: Sayani Sen
  • Posted:January 16, 2019 8:42 pm
  • Updated:January 16, 2019 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১০ সালে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল৷ ‘দুই পৃথিবী’-এর পর কেটে গিয়েছে ন’বছর৷ নিশ্চয়ই বুঝতেই পারছেন জিৎ-কোয়েলের কথা বলছি৷ আবারও বড়পর্দায় ফিরতে চলেছে সেই জুটি৷ ২০১৯-এর সবচেয়ে বড় খবর বোধহয় এই সাড়া জাগানো জুটির কামব্যাক। রাজ চক্রবর্তীর ছবিতেই একসঙ্গে দেখা যাবে তাঁদের৷ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন পরিচালক৷

[কুকুর খুনের প্রতিবাদে অভিনেত্রী মিমির পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়]

বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি জিৎ ও কোয়েল মল্লিক। এক সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা এবং সাফল্য পেয়েছেন এই তারকা জুটি। ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবিতে জুটি বেঁধে যাত্রা শুরু করেছিলেন তাঁরা। এরপর ‘মানিক’, ‘শুভদৃষ্টি’, ‘হিরো’, ‘ঘাতক’, ‘সাত পাকে বাঁধা’-এর মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন৷ দর্শকদের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা ঠিক কতটা, তা আর নতুন করে কিছুই বলার নেই৷ ‘দুই পৃথিবী’-এর পর আর তাঁদের স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি৷ টলি মহলের একটা বড় অংশের মতে, এরপর আলাদাভাবে জিৎ-কোয়েল জুটি বাঁধলেও তাঁদের আবেদন এখনও ফুরোয়নি।

Advertisement

[দ্বিতীয় বিয়েও ভেঙে গেল শ্রাবন্তীর]

টলিমহলে কান পাতলেই শোনা যাচ্ছিল রাজ চক্রবর্তীর ছবিতে দেখা যাবে জিৎকে৷ আর নিজের প্রযোজিত ছবিতে জিৎ নাকি নায়িকা হিসেবে চাইছিলেন কোয়েলকে৷ তবে নায়ক, নায়িকা, পরিচালক কেউ সরাসরি মুখ খোলেননি। কিন্তু ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রাজ৷ ওই পোস্ট থেকে স্পষ্ট যে ‘শেষ থেকে শুরু’ নামে একটি ছবির শুটিং শুরু হয়েছে৷ গুঞ্জন যে ওই ছবিতেই হয়তো জুটি বাঁধবেন জিৎ-কোয়েল৷ শোনা যাচ্ছে, রোম্যান্টিক থ্রিলার এই ছবিতে দেখা যেতে পারে ঋতাভরীকেও৷ কলকাতার পাশাপাশি লন্ডনেও নাকি শুটিং হবে এই ছবির৷ ফেব্রুয়ারিতেই হয়তো শুটিংয়ের জন্য বিদেশে পাড়ি দেবে গোটা টিম৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

First day of shoot of #SheshThekeShuru with @jeetzfilmworks Need all your love and blessings

A post shared by Raj Chakraborty (@rajchoco) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement