সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে জাহ্নবী ব্যস্ত গুঞ্জন সাক্সেনার বায়োপিক নিয়ে। বলিপাড়ার উঠতি তারকাদের মধ্যে স্টারকিড হিসেবে এই কাপুর কন্যার যে বেশ নামডাক রয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজ জাহ্নবীর জন্মদিন। ২২- পা দিলেন শ্রীদেবী কন্যা। অগণিত ভক্তদের জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভিড় করেছে তাঁর সোশ্যাল মিডিয়ার টাইমলাইন জুড়ে। দিদি সোনম কাপুর থেকে, দাদা অর্জুন কাপুর জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাদ যাননি কেউই।
[বিয়ের মরশুমে অভিনব ওয়েব সিরিজ নিয়ে হাজির দুই মহিলা পরিচালক]
‘কারগিল গার্ল’-এর শিডিউলের জন্য তিনি ছিলেন বেনারসে। জন্মদিনে সারাদিন সেখানেই কাটিয়েছেন। জাহ্নবীর জন্মদিনের জন্য সকালেই কাশীতে গিয়ে পৌঁছেছিলেন বাবা বনি কাপুর এবং বোন খুশি। পুরোপুরি অভিনব স্টাইলে কেক কেটেছেন তিনি। ছুরির পরিবর্তে তলোয়ার দিয়ে। তবে বাবার কাছ থেকে পেয়েছেন এক বিশেষ উপহার। যা নিজের ইনস্টাগ্রামে গিয়ে শেয়ার করেছেন জাহ্নবী। ক্যাপশনে লিখেছেন, “সবচাইতে সেরা উপহার”। আসলে জাহ্নবী চকোলেট খেতে খুব ভালবাসেন। আর বাবা তাঁর পছন্দের নাটি চকোলেটই নিয়ে গিয়েছিলেন সেখানে। আর তাতেই বেজায় খুশি হয়ে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
[আর্টিকল ১৫-এর জালে আয়ুষ্মান খুরানা, কোন অপরাধে?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.