Advertisement
Advertisement

জ্যাকলিনের এই পোল ডান্সেই এখন মজেছে নেটদুনিয়া

জ্যাকলিনের স্টানিং ডান্সিং স্কিল ইতিমধ্যেই সোশ্যাল সাইটে বাহবা কুড়িয়েছে।

Jacqueline Fernandez’s pole dance sizzles social site
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2017 2:58 pm
  • Updated:July 16, 2017 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে বিটাউনের অন্যতম ব্যস্ত নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ। একদিকে মুক্তির অপেক্ষায় তাঁর ছবি ‘আ জেন্টলম্যান’, তো অন্যদিকে সবেমাত্র শেষ হল বহু প্রতীক্ষিত জুড়ুয়া টু-এর শুটিং। তবে ব্যস্ততা যতই থাকুক, তারই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় সবসময়ই অ্যাক্টিভ তিনি। আর সেখান থেকেই মহাবিপাকে পড়েছেন জ্যাকলিন। কখনও ছবি আপলোড করে কখনও বা ভিডিও আপলোড করে বিপাকে পড়তে হয় অভিনেত্রীকে। কিছুদিন আগেই নিজের একটি ন্যুড ছবি পোস্ট করায় ট্রোল  হয়েছিলেন জ্যাকলিন। এবার ইনস্টাগ্রামে নিজের পোল ডান্সের একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।

[জমজমাট আইফার মঞ্চ, এক নজরে সেরার সেরা]

Advertisement

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জ্যাকলিনের ‘আ জেন্টলম্যান’-এর ট্রেলার। ট্রেলারেই জ্যাকলিনের সেক্স অ্যাপিল নজর কেড়েছে দর্শকদের। এ যদি ট্রেলার হয় তাহলে পুরো ছবি জুড়ে যে লাস্যময়ী জ্যাকলিনকে দেখা যাবে তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে এই ছবির জন্যই নাকি পোল ডান্স শিখেছিলেন তিনি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে রিমো ডিসুজার পরবর্তী ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে তাঁকে, নাচই সেই ছবির প্রেক্ষাপট। তাহলে তারই কি প্রস্তুতি চলছে! এই ভিডিওতে জ্যাকলিনের স্টানিং ডান্সিং স্কিল ইতিমধ্যেই সোশ্যাল সাইটে বাহবা কুড়িয়েছে।

Burning the midnight oil with my @lanaroxy (spot miumiu) 💖

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on

[অমরনাথ হামলার সাহসী চালক সেলিমকে ৫ লক্ষ টাকা পুরস্কার সোনুর]

তবে তিনি একা নন, সঙ্গে রয়েছেন তাঁর ট্রেনারও। জ্যাকলিনের সঙ্গে তিনি নিজেই একটি ছবি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। যেখানে দুজনেই ব্যস্ত ডান্সিং সেশনে। জ্যাকলিনের ট্রেনারের মতে ছাত্রী হিসাবে খুবই তাড়াতাড়ি সব শিখে নিচ্ছেন তিনি। বেসিক এক্সারসাইজ থেকে শুরু করেছিলেন তাঁরা, কিন্তু আট সপ্তাহের মধ্যেই পোল ডান্সের কঠিন ফর্ম আলেগ্রা ও এক্সটেনডেড বাটারফ্লাই শিখে নিয়েছেন জ্যাকলিন, যা দেখে চমকে গিয়েছেন তাঁর ট্রেনার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement