Advertisement
Advertisement

শরীর দেখালেন সলমনের বউ!

হবু বউয়ের এভাবে শরীর দেখানো কি সলমন মেনে নেবেন?

Iulia Vantur flaunts her ribbed abs while working out
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 6:23 pm
  • Updated:May 15, 2016 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরটা কি তাহলে পাকা?
লুলিয়া ভান্টুরের কপালেই জুটছে সুলতানের বেগমের তকমা?
ইঙ্গিত তো সে রকমই! কিছু দিন আগেই মুম্বই বিমানবন্দরে সলমনের মা-কে আনতে গিয়েছিলেন লুলিয়া। আবার, সম্প্রতি প্রীতি জিন্টার বিয়ের পার্টিতে জোড়ায় জোড়ায় পৌঁছলেন সলমন আর তিনি। সব মিলিয়ে, ব্যাপারটা এগোচ্ছে নিকাহ্-র দিকেই!
কিন্তু এ দিকে তো তার মাঝেই বেধে গেল হুলুস্থুলু কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় নিজের হট শরীরখানি মেলে ধরলেন লুলিয়া!
জানি, এখনই প্রশ্ন উঠবে, এর মধ্যে হুলুস্থুলুর কী আছে! কিন্তু, যাঁরা সলমনকে চেনেন, তাঁরা চুপচাপ মেনে নেবেন ব্যাপারটা।


সলমন আসলে মেয়েদের শরীর দেখানোয় বা যৌন দৃশ্যে অভিনয় করা একেবারেই পছন্দ করেন না। পর্দায় নায়িকাদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাচ্ছেন তিনি- এমনটাও মনে করতে পারছেন কি?
সেই জন্যই তো মাস কয়েক আগে ভীষণ ভয়ে ভয়ে ছিলেন জারিন খান। হেট স্টোরি মুক্তি পাওয়ার পর। তিনি জানতেন, বললে সলমন তাঁকে ছবিটা করতে দেবেন না। ও দিকে, ছবি মুক্তি পেলে সলমন ব্যাপারটা জানবেনই! তাই মেন্টর চটে যাবেন- এই ভয়ে শুধু কাঁদতে বাকি রেখেছিলেন জারিন।
তা, জারিন তো বাইরের মেয়ে! কিন্তু, লুলিয়া হতে চলেছেন খানদানের নূর! হবু বউয়ের এভাবে শরীর দেখানো কি সলমন মেনে নেবেন?
দেখা যাক! অবশ্য সত্যি বললে লুলিয়ারই বা আর দোষ কী! তিনি জিমে গেছেন, ওয়ার্ক আউট করেছেন, পরে নির্মেদ অ্যাবস-এর একটা ছবি পোস্ট করেছেন। ব্যস, এই তো!
শুধু সলমন ব্যাপারটা বুঝলে হয়!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement